Bollywood Affairs : একজীবনেই প্রেমের ছয়লাপ, রণবীরের আগেও একাধিক প্রেমের সম্পর্ক ছিল আলিয়ার

প্রেমের ফাঁদ পাতা ভুবনে, আর বলিউডে তো সিনেমা থেকে বাস্তবের ভালোবাসার ( Bollywood Affairs ) জার্নি রয়েছে ভুরি ভুরি। এর অন‍্যথা হয়নি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) ক্ষেত্রেও। বলিউডে কান পাতলেই রণবীরের একাধিক প্রাক্তন প্রেমিকার নাম সকলের মুখে মুখে ফেরে। তবে পিছিয়ে নেই আলিয়াও, রণবীরের আগে আঠাশ বছর বয়সী এই অভিনেত্রীর জনা পাঁচেক প্রাক্তনী ছিল। আজ আলিয়ার পুরোনো প্রেমের কাহিনী ( Bollywood Affairs ) সম্পর্কেই জেনে নেব।

রমেশ দুবে

Bollywood Affairsআলিয়ার জীবনে প্রথম প্রেম এসেছিল স্কুলে থাকতেই। জামনাবাই নার্সি হাই স্কুলে পড়াকালীনই রমেশ দুবের সঙ্গে তার আলাপ। যদিও রমেশ সোশ‍্যাল মিডিয়ায় বিশেষ অ্যাকটিভ নয়, পাশাপাশি রুপোলি পর্দার ফোকাসে থাকতেও বিশেষ স্বচ্ছন্দ নন তিনি। তবে অনুমান করা হয় স্কুলে ( Bollywood Affairs ) আলিয়ার সঙ্গে একই সেকশনে পড়তেন তিনি।

আলি দদরকার

 বলিউডে পা রাখার আগে আলি দদরকারের সঙ্গে বেশ কিছু সময়ের জন‍্য ঘনিষ্ঠতা ছিল মহেশ কন‍্যা আলিয়ার। বিভিন্ন পার্টিতে বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতো দুজনকে। সূত্রের খবর, আলিয়া এই সম্পর্কে বেশ ( Bollywood Affairs ) সিরিয়াস ছিলেন। যদিও আলি নিজেও সোশ‍্যাল মিডিয়ায় বা আলোর ঝলকানিতে বিশেষ স্বচ্ছন্দ‍্য নন।

সিদ্ধার্থ মালহোত্রা

করণ জোহরের পরিচালনায় স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার সিনেমায় ডেবিউ করেই আলিয়ার জীবনে আসে তার ‘ইশক ওয়ালা লাভ’ অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রা। একই সিনেমায় ডেবিউ হয় সিদ্ধার্থেরও। তবে দুজনের কেউই কখনো স্বীকার করেননি যে তারা ( Bollywood Affairs ) সম্পর্কে আছেন। বরং বরাবর নিজেদের বন্ধু বলেই দাবি করেছেন সিদ্ধার্থ আলিয়া। পরে জ‍্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে দুজনের মধ‍্যে সৃষ্টি হয় দুরত্বের।

বরুণ ধাওয়ান

সিদ্ধার্থ আলিয়ার সঙ্গেই একই সিনেমায় ডেবিউ হয় বরুণ ধাওয়ানের। এরপর আরো দুই সিনেমায় আলিয়ার নায়ক হিসেবে দেখা গেছিলো ( Bollywood Affairs ) বরুণকে। তখন থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। তবে সম্প্রতি বরুণের স্কুলের বান্ধবীকে বিয়ের খবরে এই গুঞ্জন স্তিমিত হয়ে গেছে।

কভিন মিত্তল

বিখ্যাত ব‍্যবসায়ী সুনীল মিত্তলের পুত্র কভিন মিত্তলও আলিয়ার প্রেমিক তালিকায় অন‍্যতম নাম। দুজনের দেখা হয় একটি সেমিনারে এবং ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে ওঠেন। তবে হঠাৎ করেই কোন এক অজ্ঞাত কারণে দুজনের ( Bollywood Affairs ) সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন…..Bollywood News : সুপারহিট বলিউড সিনেমাগুলির একাধিক গল্পই ঝাঁপা! অবাক হলেন তাহলে দেখেই নিন রিমেক ছবির তালিকা




Leave a Reply

Back to top button