Bollywood Gossip : ওয়েটার টু সেলসম্যান, বলিউডের আসার আগে এমনই পেশা ছিল এই ৬ তারকার

পর্দায় রণভীর সিংকে সুলতান, অমিতাভ বচ্চনকে কড়া ছদ্মবেশী পুলিশ অথবা অক্ষয় কুমারকে দায়িত্বশীল অফিসার ( Bollywood Gossip ) হিসেবে তো আপনি নিশ্চয়ই দেখেছেন। তবে এসবই নেহাত অভিনয় পেশার খাতিরে অন্য পেশার অভিনয় এ কথা কে না জানে। কিন্তু অভিনয়ে আসার আগে রণভীর অমিতাভ বা অক্ষয় বাস্তবেই কোন পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন তা অনেকেই জানেন না। তাই আজ প্রিয় ছয় তারকার বলিউড জগতে প্রবেশের আগে কি ছিল পেশা সেটাই জেনে নেওয়া যাক।
অমিতাভ বচ্চন
পর্দার শাহেনশাহ বলিউডে পা রাখার আগে ছিলেন দুরদর্শনের একজন ভিডিও জকি বা সঞ্চালক। তবে তার কন্ঠস্বরের কারণেই একবার ( Bollywood Gossip ) চাকরি খোয়াতে হয়েছিল স্বয়ং বিগ বি কে। এরপর একটি শিপিং ফার্মে তিনি এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। এছাড়াও ব্রোকার হিসেবেও দু একটি কোম্পানিতে চাকরি করেন অমিতাভ বচ্চন।
রণভীর সিং
রূপোলি পর্দার প্রেমিক বাজিরাও বা আলাউদ্দীন খলজির উন্মাদনার কথা জানাই যেতো না যদি আজও রণভীর সিং চাকরি করতেন বিজ্ঞাপন সংস্থার ( Bollywood Gossip ) কপিরাইটার হিসেবে। কে বলতে পারে দীপিকা পাড়ুকোনের আদর্শ স্বামী হয়ে ওঠার জন্যই হয়তো কপিরাইটারের চাকরি ছেড়ে লেডিস ভার্সেস রিকি বহেল দিয়ে বলিউডে পা রাখলেন রণভীর, এবং বাকিটা ইতিহাস।
অক্ষয় কুমার
বলিউডের দেশাত্মবোধক সিনেমার সঙ্গে অক্ষয় কুমারের নাম বিগত কয়েক বছরে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে। তবে বলিউডে পা রাখার আগে অক্ষয় ( Bollywood Gossip ) ব্যাঙ্ককের একটি রেস্টুরেন্টে শেফ এবং ওয়েটারের কাজ করতেন। পাশাপাশি তাইকোন্ডু এবং মার্শাল আর্টের প্রশিক্ষণ ও নিচ্ছিলেন তিনি ব্যাঙ্কক থেকেই। তবু ভাগ্য তাকে টেনে আনে মুম্বাইতে।
সোনাক্ষী সিনহা
শত্রুঘ্ন সিনহার মেয়ে হিসেবে বলিউডের আনাচ কানাচ তার পরিচিত হলেও ছোট থেকে কখনোই অভিনয়কেই ধ্যানজ্ঞান ভাবেননি সোনাক্ষী সিনহা। বরং বলিউডের ( Bollywood Gossip ) কস্টিউম ডিজাইনার হিসেবে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন ২০০৫ সালে।
পরিণীতি চোপড়া
সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও পরিণীতির প্রধান লক্ষ্য বলিউড ছিল না। বরং ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলে বিজনেস ফিন্যান্স এবং ইকনমিক্সে তিনি ট্রিপল ডিগ্রীধারী। লন্ডনের ইনভেস্টমেন্ট ( Bollywood Gossip ) ব্যাঙ্কার হওয়াই ছিল তার লক্ষ্য। কিন্তু উপযুক্ত কাজের অভাবে তিনি ভারতে ফিরে আসেন এবং যশরাজ ফিল্মস এ মার্কেটিং ও পাবলিক রিলেশন টিমে ইন্টার্ন হিসেবে যোগদান করেন।
ভুমি পেডনেকর
যশরাজ ফিল্মস এর কাস্টিং ডিরেক্টরের সহকারী হিসেবে নিজের যাত্রা শুরু করলেও প্রথমেই অভিনয়ের কথা ভাবেননি ভুমি ( Bollywood Gossip ) পেডনেকর। তবে দম লাগাকে হাইসা ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে বড় ব্রেক তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।