৮ দিনের শেষে বিক্রি মাত্র ২০ টা টিকিট! কঙ্গনা অভিনীত ‘ধকড়’ এর হাস্যকর আয়ে শুরু ট্রোলিং

অনীশ দে, কলকাতা: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তার ছবি হোক বা ব্যক্তিগত জীবন, প্রত্যেকবারই কোনো না কোনো কারণে শিরোনামে থেকেছেন। ২০০৬ সালে অনুরাগ বসুর হাত ধরে বলিউডে পদার্পন করেন তিনি। তারপর একে একে হিরোইন, তনু ওয়েডস মানু, কুইন ছবিগুলির মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি (Kangana Ranaut)। তার সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ধকড় (Dhakad) নিয়েও যথেষ্ট আশাবাদী ছিলেন কুইন (Kangana Ranaut)।

kangana 4

কিন্তু সেগুরে বালি। মুক্তির কিছুদিনের মধ্যেই বক্স অফিসে মুখ থুবড়ে পরে এই ছবি (Dhakad)। বলিউডের ট্রেড অ্যানালিস্টরা ছবিকে ‘ডিসাস্টার’ ঘোষণা করে। কিন্তু সেই পর্যন্ত ঠিক ছিল। তারপর যা হল তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে উঠেছে কঙ্গনা ভক্তদের (Dhakad)। ছবির অষ্টম দিনের বক্স অফিস কালেকশন মাত্র ৪,৪২০ টাকা। সারা ভারতবর্ষে মাত্র ২০ টি টিকিট বিক্রি হয়েছে এইদিন (Dhakad)। এমনকি এই নিয়ে মজার মিম পর্যন্ত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

kangana 2

নেটিজেনদের মতে রাজনৈতিক দিকে মনোনিবেশের কারণেই কঙ্গনার এই অবস্থা। সম্প্রতি সময়ে তার টুইটার একাউন্ট ব্যান হওয়া, তার অফিসে ভাঙচুর নিয়ে অনেক কথা হয়েছে। তিনি (Kangana Ranaut) নিজেও নানান বক্তব্য রেখেছেন। তবে দর্শকদের মতে এখন কঙ্গনা (Kangana Ranaut) কথাটাই শুধু ভালো বলতে পারেন, অভিনয়টা ভুলে গেছেন। সম্প্রতি মুক্তি পায় ভুল ভুলাইয়া ২ (Bhool Bhoolaiya 2)।

kangana 1

কার্তিক আরিয়ানের হরর ড্রামা এই ছবির আট দিনের আয় ৯৮ কোটি টাকা। অন্যদিকে একই দিনে মুক্তি পাওয়া ছবি ধকড় এখনও পর্যন্ত মাত্র ১৪ কোটি টাকা আয় করেছে। তবে কি বলিউড কুইনের দিন ফুরিয়ে এসেছে? অন্যদিকে কার্তিক আরিয়ানকে অনেকে আসন্ন সুপারস্টারের তকমা পর্যন্ত দিয়ে ফেলেছেন (Bhool Bhoolaiya 2)। এই ছবিতে কঙ্গনার পাশাপাশি অভিনয় করেছেন দিভ্যা দত্ত, অর্জুন রামপাল (Arjun Rampal) এবং শাশ্বত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:রাতে ঘুম আসতো না, তাই শুরু করেন ড্রাগস নেওয়া –প্রকাশ্যে এলো আরিয়ানের NCB কে দেওয়া বয়ান
এর আগেও অ্যাকশনে নিজের হাত পাকানোর চেষ্টা করেছিলেন কঙ্গনা। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি মনিকর্নিকা ছবিতে অ্যাকশন করেছেন তিনি। এইবার দেখার পালা আসন্ন ছবি তেজাস- এ কোনরূপ দেখতে চলেছেন তনু। এই ছবিতে এয়ার ফোর্সের পাইলটের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি।




Leave a Reply

Back to top button