সানি লিওন থেকে সিদ্ধার্থ শুক্লা, মদ্যপান সঙ্গমে বিগবস বিতর্ক কি ইচ্ছাকৃত?
টেলিভিশনে নায়ক নায়িকাদের মেলোড্রামা থেকে প্রেম দেখতে অনেকেই পছন্দ করেন। তবে কিনা পর্দার পিছনে প্রিয় তারকার চালচলন আসলে কেমন, তারা মিষ্টভাষী নাকি কলহপ্রিয় এ দেখার জন্য মুখিয়ে থাকেন অনেক দর্শকই। আজ ফেসবুক ইনস্টাগ্রামের কল্যানে তারকাদের ব্যক্তিজীবন দেখতে পাওয়াটা অতটা অসম্ভব না হলেও আজ থেকে পনেরো বছর আগেও তারকাদের নাগাল পাওয়া অতটা সহজ ছিল না। ঠিক এই চাহিদা মেনেই ২০০৬ সালে সলমন খানের সঞ্চালনায় ভারতীয় টেলিভিশনে আবির্ভাব হয় বিগ বস রিয়েলিটি শো এর। এরপর বাকিটা ইতিহাস। বিগবসের হাত ধরেই সানি লিওন যেমন বলিউডের মেনস্ট্রিম ছবির নায়িকা হয়ে উঠলেন তেমনই বিগবসের ঘরে সিদ্ধার্থ শুক্লা শেহনাজের প্রেমকাহিনী মন ছুঁলো লাখো দর্শকের। লম্বা পথ পেরিয়ে বর্তমানে পনেরোতম সিজনের সম্প্রচার চলছে বিগবসের যা সঞ্চালনার গুরুদায়িত্ব ভাইজান সলমন খানের কাঁধে।
তবে চরম জনপ্রিয় এই শোয়ের বিরুদ্ধে একাধিক সময়ে উঠে এসেছে নানারকম অভিযোগ। প্রকাশ্যে মদ্যপান থেকে শুরু করে শারীরিক মিলন পর্যন্ত সমস্ত কিছুই ঘটেছে বিগবসের ঘরের ভেতর যা ধরা পড়েছে আয়নায় লুকোনো ক্যামেরায়। বিগবসের বর্তমান হাউসে স্মোকিং এরিয়া রয়েছে। প্রকাশ্যে ক্যামেরার সামনে কখনোই ধূমপান করেননা প্রতিযোগীরা। কিন্তু মদ্যপানের কোন সুনির্দিষ্ট জায়গা নেই। সেইজন্যই ফলের রসের সঙ্গে মিশিয়ে প্রকাশ্যেই মদ পরিবেশন করা হয় প্রতিযোগীদের এমনই জানা যায়।
বিগবস হাউসে যেমন মদ্যপান নিষিদ্ধ নয় তেমন অন্তরঙ্গতাও নিষিদ্ধ নয়। তবে এটি যেহেতু একটি পারিবারিক শো সেইজন্য বিগবস হাউসের বাথরুমেই সাধারণত প্রতিযোগীরা ঘনিষ্ঠতম সময় কাটান কারণ সেখানে কোন ক্যামেরা নেই। তবে অতীতে তানিশা মুখার্জী আরমান কোহলি অন ক্যামেরা ঘনিষ্ঠ হয়েছিলেন বিগবসের ঘরেই। পাশাপাশি বর্তমান ওটিটি সিজন থেকেও এই অভিযোগ উঠে এসেছে যে প্রকাশ্যেই সঙ্গমের ঘটনা ঘটেছে।
তবে এত বিতর্ক স্বত্ত্বেও বিগবস যেকোন উঠতি তারকা বা জনপ্রিয় ব্যক্তিত্বদের স্বর্গ বললে অত্যুক্তি হয় না। কারণ একদিকে যেমন বিগবসের ঘরে কাটানোর ফলে বিপুল পরিমাণ টাকা রোজগার করতে পারেন প্রতিযোগীরা তেমনই চট করে জনপ্রিয়তাও অর্জন করে ফেলা যায়। সপ্তাহ পিছু পনেরো লাখ টাকা দেয় বিগবস প্রতিযোগীদের। জিতলে দুকোটি টাকার প্রাইজ মানিও মেলে। তবে প্রতিযোগীদের বিগবসের ঘরে ঢোকার জন্য মানতে হয় অনেক নিয়ম। কাগজপত্রে সইসাবুদের পরই মেলে অনুমতি। তবে বিগবসকে যতই একেবারে নিখাদ লাইভ শো হিসেবে উপস্থাপন করা হোক না কেন, কোন বিষয়গুলিতে ফোকাস করলে দর্শক বাড়াবেন টিআরপি তা ভালোই জানা আছে নির্মাতাদের। তাইতো যৌনতা বা মদ্যপানের মতো বিতর্কিত বিষয়কেই ইচ্ছাকৃতভাবেই টিআরপি বাড়ানোর কনটেন্ট হিসেবে রেখে দিয়েছেন নির্মাতারা।