ভারত ফিল্ডিং করতে মাঠে নামলে বিরাট কোহলি এবং শুভমন পাশাপাশি দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। সে সময় শুভমনের উদ্দেশে দর্শক চিৎকার করে উঠে বলেন, ‘‘হমারি ভাবী কয়সি হো? সারা ভাবী জয়সি হো’’ (আমাদের বৌদি কেমন হবে? সারা বৌদির মতো হবে)। শুভমনের পাশে দাঁড়িয়ে থাকা বিরাট দর্শকদের দিকে ইশারা করে চুপ করার ইঙ্গিত করলে ‘সারা ভাবী’র পরিবর্তে শুভমনের নাম ধরে চিৎকার শুরু করেন দর্শক।
3/11
বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ চলছিল তখন খেলার মাঠের পাশাপাশি দর্শক এবং ছবিশিকারিদের নজর কেড়েছিল গ্যালারির দর্শকাসনে বসে থাকা সারা।
4/11
ক্রিকেটের মাঠ থেকে বিনোদনজগৎ— সর্বত্রই গুঞ্জন এবং জল্পনার ছড়াছড়ি।সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর এবং শুভমন গিল নাকি প্রেম করছেন।
5/11
অম্বানীদের যে অনুষ্ঠানে সচিন-কন্যা এবং শুভমন একসঙ্গে প্রকাশ্যে ধরা দেন, সেই অনুষ্ঠানে ফ্যাশনসরণি মাতাতে দেখা গিয়েছিল সারা আলিকে। তবু একে অপরকে নাকি এড়িয়ে গিয়েছেন সারা আলি এবং শুভমন।
6/11
সচিন-কন্যা সরে যাওয়ার পর শুভমন অবশ্য সারাতেই মজে ছিলেন। বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। কয়েক বার ‘ডেট’-এও গিয়েছেন তাঁরা। সইফ আলি খানের কন্যার সঙ্গে সেই সম্পর্কও টেকেনি শুভমনের।
7/11
কিন্তু ক্যামেরা দেখামাত্রই আড়াল খুঁজতে শুরু করেন শুভমন। মুখ ঘুরিয়ে ক্যামেরার বিপরীতদিকে হাঁটতে শুরু করেন তিনি। হাঁটতে হাঁটতে হঠাৎ শুভমনকে পাশে না দেখতে পেয়ে তাজ্জব বনে যান সারা। তাঁরা যে নিজেদের সম্পর্কের কথা গোপন রাখতে চাইছেন, এই ঘটনা কি তারই ইঙ্গিত?
8/11
তবে বিনোদন জগতের মধ্যমণি ওরির সঙ্গেও যে সারার বন্ধুত্ব রয়েছে, তা ধরা পড়েছে কয়েক দিন আগেই। নবরাত্রি উপলক্ষে একটি পার্টিতে ওরি বলিপাড়ার প্রায় সমস্ত তারকাসন্তানকে নিমন্ত্রণ করেছিলেন। সে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারাও। সচিন-কন্যাকে জড়িয়ে ধরে ছবিও তুলতে দেখা যায় ওরিকে।
9/11
গত টেস্ট বিশ্বকাপ ফাইনালের সময় সচিনের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন সারা। ভারত-অস্ট্রেলিয়ার খেলাও দেখতে গিয়েছিলেন। তার পর থেকেই নাকি ধীরে ধীরে আবার জোড়া লেগেছে সম্পর্ক। যদিও সম্পর্ক বা দূরত্ব— কোনও কিছু নিয়েই শুভমন বা সারা কখনও মুখ খোলেননি।
10/11
শুধুমাত্র ওয়াংখেড়ে স্টেডিয়ামেই নয়, সারা-শুভমনের সম্পর্ক নিয়ে চর্চা আরও জোরালো হয়েছে মঙ্গলবার অম্বানীদের জিয়োওয়ার্ল্ড প্লাজ়ার উদ্বোধনী অনুষ্ঠানের পর।