কোটি টাকার লেনদেন! সম্রাট পৃথ্বীরাজে অভিনয় করে কত টাকা পেলেন অক্ষয়? জানলে চোখ কপালে উঠবে আপনার

অনীশ দে, কলকাতা: গত ৩ জুন মুক্তি পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ। YRF- এর ছাতার তলায় তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষিত হয়েছে এই হিস্টরিকাল ড্রামা। এই ছবিটিকে দর্শক তেমন ভালো না বাসলেও ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন খিলাড়ি কুমার। ১৭৫ কোটি টাকায় তৈরি এই ছবির জন্য অক্ষয় (Akshay Kumar) কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জানেন?

akki 5

ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবির জন্য প্রায় ৬০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়। এর আগে তার বেল বটম ছবির জন্য অক্ষয় ১০০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন। তবে তা নতুন কিছু নয়। এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে অক্ষয়ের হাতে। এছাড়াও তিনি প্রত্যেকটি ছবি প্রায় ২ মাসের মাথায় শেষ করে ফেলেন। সেই কারণে বছরে একাধিক ছবি নিজের ভক্তদের উপহার দেন খিলাড়ি (Akshay Kumar)।

akki 2

সম্রাট পৃথ্বীরাজ ছবি দিয়ে বলিউডে আগমন ঘটে মানুষী ছিল্লারের। এই ছবির জন্য তিনি পেয়েছেন প্রায় ১ কোটি টাকা। চন্দ্রপ্রকাশ দ্বিভেদির পরিচালনায় তৈরি এই ছবিতে পৃথ্বীরাজ চরিত্রের পরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সনু সুদের (Sonu Sood) চরিত্র। এই ছবির জন্য সনু সুদ নিয়েছেন প্রায় ৩ কোটি টাকা। সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এই ছবিতে কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির জন্য তিনি পেয়েছেন প্রায় ৬ কোটি টাকা।

akki 3

একজন নায়কের চরিত্র তখনই সবচেয়ে বেশি গুরুত্ব পায় যখন তার বিরুদ্ধে একজন বলশালী খলনায়ক থাকেন। সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj) চরিত্রে অক্ষয়ের অভিনয় যেমন সবার মন জয় করেছে, ঠিক তেমনই মোহাম্মদ ঘড়ির চরিত্রে অভিনেতা মানব ভিজ সকলের নজর কেড়েছেন। এই ছবির জন্য মানব পেয়েছেন প্রায় ১০ লাখ টাকা। এই ছবির প্রচারের সময় অক্ষয় কুমার ইতিহাস নিয়ে নানান রকম প্রশ্ন তোলেন। যার জেরে পরবর্তীকালে সমালোচনার সম্মুখীন হতে হয় অক্ষয়কে।

akki 6

সম্রাট পৃথ্বীরাজ ছবি নিয়ে রাজনীতি হচ্ছে, এমন দাবি সোশ্যাল মিডিয়াতে করেছেন নেটিজেনরা। এমনকি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে অক্ষয়ের পাশে বসে ছবিটি দেখেন যোগী আদিত্যনাথ। উচ্চ নেতৃত্বের সাথে অক্ষয়ের এই সম্পর্ক অনেকেই ভালো চোখে দেখেন না। এই বিষয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘ যোগী আদিত্যনাথকে মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কাজ করার জন্য, আর উনি এখানে সিনেমা দেখছেন’। সম্প্রতি অক্ষয়ের কোন ছবিই বড়পর্দায় দর্শক টানতে পারেনি তেমন। এই ছবি নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি না এখন সেটাই দেখার অপেক্ষা।




Leave a Reply

Back to top button