জামার ফাঁকে উপচে পড়ছে সুঢোল স্তনযুগল, কঙ্গনার রুপের আগুনে ঝলসে যাচ্ছে নেটপাড়া

প্রিয়া ধর, কলকাতাঃ বিতর্ক আর কঙ্গনা এরা যেন একই মুদ্রার উভয় পিঠ। বলিউডের অন্যতম নামজাদা ও হট অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন কঙ্গনা রানাওয়াত ( Kangana Ranaut )। নিজের অভিনয় দক্ষতা আর লাস্যময়ী রুপে ঝলকে ইন্ডাস্ট্রিতে বুক ফুলিয়ে রাজত্ব করে যাচ্ছেন বলিউডের কুইন। কঙ্গনার ঠোঁটকাটা স্বভাবের জন্য অনেকেই তাকে এড়িয়ে চলেন। সম্প্রতি বড় পর্দা থেকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন এই সেক্সি তনয়া।
তবে বড় পর্দায় না এলেও এখন তিনি পুরোদমে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন রিয়েলিটি শো ‘লক আপ’ নিয়ে। হাতে একেবারেই সময় পাচ্ছেন না তিনি। সেই সাথে নিজের প্রোডাকশন হাউসেরও দেখাভাল করছেন তিনি। সম্প্রতি কঙ্গনা প্রায়শই শিরনামের শীর্ষ স্থান দখল করে রাখছেন রিয়েলিটি শো ‘লক আপ’ ( locked up ) এর জেরে। বলিউডের অনেক বিতর্কিত তারকারাই এখানে প্রতিযোগীর ভূমিকায় রয়েছেন।

আরও পড়ুন…………আদৃতের চাঁদপানা মুখকে উচ্ছের সাথে তুলনা! প্রতিশোধ নিতে সৌমিতৃষাকে ‘শিম্পাঞ্জী’ বলল পর্দার সিদ্ধার্থ
বলা বাহুল্য যে কঙ্গনা ভালোভাবেই জানে যে কিভাবে আকর্ষণের কেন্দ্রে থাকতে হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কঙ্গনার বেগুনী রঙ্গের বডিকন লং গাউন পরিহিত ছবিতে। ছবিতে দেখা যাচ্ছে নেশা ধরা চোখে, হাই লাইট আইশ্যাডো সাথে পরনে বেগুনী গাউন। জামার ফাঁক দিয়ে বেড়িয়ে পড়ছে সুঢোল স্তনযুগল। কঙ্গনার এই আবেদনময়ীরুপে ধরা না দিয়ে থাকা মুশকিল।

‘লক আপ’ এর বিচার পর্বেই এমন সেক্সিরুপে হাজির হয়েছেন অভিনেত্রী কঙ্গনা। অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না প্রতিযোগীরা। অনেকেই কমেন্ট করেছেন, কঙ্গনার রুপের ঝলকে চোখ ঝলসে যাওয়ার উপক্রম, আবার কেউ লিখেছেন স্পষ্ট বক্ষবিভাজিকা অভিনেত্রীকে আরও বেশি উষ্ণময়ি লাগছে।
আরও পড়ুন……………বুম্বা দার নাম ভাঙিয়েই অনেকে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন! অভিষেকের মৃত্যুর পরেও প্রসেনজিতের পাশে ইন্দ্রাণী
View this post on Instagram
সম্প্রতি কঙ্গনা আবারও বিতর্কের জন্ম দিয়েছেন ‘কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে নিজের মুখ খুলে। তিনি ‘কাশ্মীর ফাইলস’ এর পৃষ্টপোষকতা করছেন বলে নেটিজেনদের কটাক্ষের শিকার হন। আগামী ছবির বিষয়ে কঙ্গনা জানান ভবিষ্যতে দক্ষিনি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।