মুক্তির আগেই বাজিমাত KGF 2, ট্রেলারে লাস্যময়ী শ্রীনিধির জ্বরে কাবু নেটনাগরিকেরা

প্রিয়া ধর, কলকাতাঃ দক্ষিনী ছবি মানেই সুপারহিট। একথা এখন হলফ করা বলা যেতে পারে। কারণ পর পর যেভাবে হিট ও ব্যবসায়িকভাবে সফল ছবি উপহার দিয়ে যাচ্ছে সিনেমাপ্রেমীদের আর কিছুদিন পরেই দৃষ্টান্ত হিসেবে উঠে আসবে সাউথ ইন্ডাস্ট্রি। সাউথের সুপার ডুপারদিন হিট সিনেমা ‘KGF‘ এর কথা নিশ্চয় সবার মনে আছে। এই সিনেমার হাত ধরেই সাউথ ইন্ডাস্ট্রি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয় সিনেমাপ্রেমদের কাছে নিয়ে আসে অভিনেতা ‘যশ’ এর মত হার্টথ্রব সুপারহিরোকে।

এই সিনেমা সব সীমানা ছাড়িয়ে সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। এই ছবিটির ব্যবসায়িক সাফল্য সে সময় রেকর্ড তৈরি করেছিল। সিনেমাটির নায়ক যশকে এখন সকলে এক নামে চেনে। বলা বাহুল্য যে যশের হাত ধরেই সাউথ ইন্ডাস্ট্রি পেয়েছিল এক নতুন ফ্যানবেস। ইতিমধ্যে ‘KGF‘ ভক্তরা জানে যে, সামনেই আসতে চলেছে ‘kGF PART 2‘। আর এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল উত্তেজনা শুরু হয় অনুরাগীদের মধ্যে।

KGF Chapter 2
KGF Chapter 2

আরও পড়ুন………স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে ডিভোর্সের সিদ্ধান্তে সহচরী! এবার কি ভাঙ্গতে চলেছে সংসার

ছবির হিরো-হিরোইন কে, কবে মুক্তি পাবে সব মিলিয়ে এক গুচ্ছ কৌতূহল তো ছিলই। সমস্ত জল্পনার অবসান ঘটে গেছে টিজার মুক্তির পরেই। প্রথমবারের মতই এবারেও ‘KGF PART 2‘ তে দেখা যাবে হার্টথ্রব অভিনেতা যশকে। এই সিনেমার মুখ্য আকর্ষণ আরও একজন তিনি আর কেউ নন অভিনেত্রী শ্রীনিধি শেট্টি ( Srinidhi Shetty )। আগের বারেও রকি ভাইয়ের ঘুম উড়িয়েছিলেন এই নায়িকা। এবারেও দেখা যাবে তার সেক্সি ও লাস্যময়ী রুপে রকি ভাইকে পাগল করে দিতে।

KGF Chapter 2
KGF Chapter 2

সিনেমাটি মুক্তির পর ব্যবসায়িকভাবে যে সফল হবে সেকথা অনেক সিনেমা বিশেষজ্ঞরাই বলেছেন। একথা যে সত্য হয়েছে সেটা বক্স অফিস সাফল্যই প্রমাণ করে দেয়। প্রথম পর্বের পরেও দ্বিতীয় পর্বের ক্ষেত্রেও ছবি হিট হওয়ারই ইঙ্গিত মিলছে। কারণ ছবির মুক্তির আগেই ইতিমধ্যে ছবির টিজারেই লক্ষ লক্ষ ভিউ ও লাইক কমেন্ট। তাহলে ছবি মুক্তির পরের অবস্তা আন্দাজ করাই যাচ্ছে। বহু প্রতীক্ষিত এই সিনেমার নায়িকা শ্রীনিধির সেক্সি ও লাস্যময়ী রুপের আগুনে ইতিমধ্যেই তোলপাড় নেটবাসী।

আরও পড়ুন………পৃথিবীর বাইরে রাগী গ্রহ বৃহস্পতিতে রয়েছে প্রাণ! গবেষণায় বিজ্ঞানীদের চাঞ্চল্যকর দাবি

KGF Chapter 2
KGF Chapter 2

২৯ বছর বয়সী নায়িকা টেক্কা দিয়ে যাচ্ছে সমবয়সী সকল নায়িকাকে। নায়িকার সামাজিক মাধ্যমে ফ্যান ফলোয়ার সংখ্যা দেখলে চোখ কপালে উঠবে আপনার। বহু স্বীকৃতি ও পুরষ্কারে ভূষিত এই নায়িকা বহুবার সৌন্দর্যের খেতাব জয় করেছেন। জাতীয় ক্রাশে পরিণত এই নায়িকাকে ‘KGF PART 2‘ তে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নেটবাসী।




Leave a Reply

Back to top button