Madan Mitra-Didi No.1: দিদি নং ওয়ানে সস্ত্রীক হাজির মদন মিত্র , মঞ্চ ভাগ করলেন বাবুল সুপ্রিয়

মদন মিলেই সবার কাছে আসে সবসময় হাসি এবং নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সকলকে মায়ে রাখা একজন মানুষ। রাজনীতির আঙিনায় যতটা না মানুষের মন জয় করেছেন মদন মিত্র তার থেকে বেশি অনুশীলনের মাধ্যমে। তাকে দেখা যাচ্ছে ফেসবুকে লাইভে ‘ওহ লাভলি’ বলতে আবার কোন সুন্দরী মহিলার সাথে গানের কভারে স্ক্রিনে শেয়ার করতে। এছাড়াও পশ্চিমবঙ্গের মেয়েরা মদন মিত্র বলতে অজ্ঞানও প্রকাশ হয়েছে অনেক খবরেই। যদিও এই প্রশ্ন বারংবার মঙ্গল বারংবার বারনকারেই। মদন মিত্র সবে তার স্ত্রীর উল্লেখ করেছেন। তবে তিনি স্ত্রীকে নিয়ে সস্ত্রীক জনসমক্ষে এলেন দিদি নম্বরে। যেখানে মদন মিত্রের স্ত্রী বললেন তাঁর স্বামীর কিছু গোপন তথ্য।

মদন মিত্রের ফেসবুক লাইভ,মদন মিত্রের স্ত্রী,মদন মিত্রের ফেসবুক,মদন মিত্রের স্ত্রীয়ের নাম,বাংলা খবর,দিদি নাম্বার ওয়ানে মদন মিত্র,Madan Mitra's Facebook Live,Madan Mitra's Wife,Madan Mitra's Facebook,Madan Mitra's Wife Name,Bengali news,Didi Number One,Madan Mitra

প্রথমবার কোনো রিয়্যালিটি শোতে স্ত্রী অর্চনার সাথে সবার সামনে উপস্থিত মদন মিত্র। দিদি নম্বর ওয়ানে এসে গঠনত্ম বন্দোপাধ্যায় স্বাধীন প্রশ্নবাণ ছুঁড়ে মুসলিম মদনের দিকে। রচনা তাঁকে বলেন, মদন মিত্র বিভিন্ন সময় নতুন বর্ণনার সাথে স্ক্রিনে পড়ার পরেও অনেক সুন্দরীরা বলেন, ‘দাদার অনেক সুন্দর সুন্দরীদের ভিড়। আপনার ভয় করছেন না?’ লিখার এই প্রশ্নের উত্তরে মদন পনীনী অর্চনা জানান, ‘ঘুড়ি যতই উড়ুক, লাটাই তো আমার হাতে’। স্ত্রীর এই উত্তর প্রকাশ্য মদন মিত্রফুল বললেন ‘ওহ লাভলী!’ এছাড়াও অভিমান হয়েছে মদন মিত্রের। কিসের জন্য চাওয়ায় তিনি বলেন, ‘ভাব, রাজনীতি করি মনে হয় আমাদের ডাক না। মনখারাপও হত। তবে আজ আর আমার অভিমান নেই!’

আরও পড়ুন: মমতার হাত ধরে হাঁটি! আগমনী সুরে র‍্যাপ গাইলেন ‘কালারফুল’ মদন মিত্র

উল্লেখ্য মম মিত্র এবং তাঁর অর্চনা মিত্রের সঙ্গে দিদি নওয়ানের মঞ্চ শেয়ার করেছেন সর্বভারতীয় তৃণমূল স্ত্রীর ব্যক্তিগত বাবুল সুপ্রিয়। এদিন বাবুল সুপ্রিয় মিত্রের স্ত্রী সফরকে বলেন, ‘ইনি কিন্তু বাস্তবে মন্দর জীবন ওহ লাভলি’। এছাড়াও তিনি বলেন, ‘দি নং ওয়ানে ইতিহাস গঠন হল। মনে এদিন বাবুল সুপ্রিয়র স্বপ্নমত মদন মিত্র। বাবুল অতিথি মদন মিত্র বলেন, ‘বাবুল যখন যেটা করেরসলি করে। বাসস্থান থাকার সময় বাবুল যা করতে পছন্দ না করে তা দেখতে তখন তিনি নিজের বিষয়ে জানতে চান।’ বর্তমান কয়েক মাস বিশেষভাবে উল্লেখ করা ছেড়ে তৃণমূলে যোগদানকারী মুসলিম বাবুল সুপ্রিয়। এই পৌরসভা নির্বাচনে ভোটার এবং টিকিটে লড়াই করতে তিনি তৃণমূলে যোগ দিতে বর্তমানে। দিদিং ১-এর এই বিশেষ অ্যাপসোড ২১ ডিসেম্বর টিভির পর্দায় দেখা যাবে।

 




Back to top button