ফারহানের ছবি থেকে বাদ পঙ্কজ ত্রিপাঠী! অপমানিত বোধ করছি, জানালেন অভিনেতা

অনীশ দে, কলকাতা: ভিন্নধর্মী ছবির জন্য বহুল আলোচিত অভিনেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। অনেকবছর ধরে বলিউড নানা ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, খ্যাতির আলোকবিন্দু থেকে বহুদূরে ছিলেন তিনি। কিন্তু খেলা বদলায় ২০১২ সালে। সেই বছর মুক্তি পায় ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur), যা পঙ্কজকে (Pankaj Tripathi) রাতারাতি তারকায় পরিনত করে। অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) পরিচালনায় তৈরি হয়েছে এই পিরিয়ড গ্যাংস্টার ড্রামা ছবি। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), নওয়াজউদ্দিন সিদ্দকির (Nawazuddin Siddiqui) মত বাঘা বাঘা অভিনেতাদের বিপরীতে নিজের অভিনয়ের ছাপ ফেলেন পঙ্কজ (Pankaj Tripathi out from Farhan Akhtar film)।

pankaj 2

এরপর ভিকি কৌশল এবং রিচা চাড্ডার সাথে মাসান ছবিতে তার অভিনয় দর্শককে তার প্রেমে ফেলে দেয়। ২০১৮ তে অভিনয় করেন আমাজন প্রাইম সিরিজ ‘মির্জাপুরে’ (Mirzapur)।বরাবরই শান্ত স্বভাবের পঙ্কজ কালীন ভাইয়ার চরিত্রে দেখার পর স্তম্ভিত হয়ে যান সকলে। এরপর তাকে আর পিছনে তাকিয়ে দেখতে হয়নি। একের পর এক বিগ বাজেট বলিউড ছবির অংশ হয়েছেন পঙ্কজ। কিন্তু আপনারা কি জানেন পঙ্কজ ঋত্বিক রোশনের (Hritik Roshan) সাথে ‘লক্ষ্য’ ছবিতেও অভিনয় করেছেন।

pankaj 3

ছবিতে সুবেদার কুলদীপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। এমনকি সংবাদমাধ্যমেও এই খবর সম্প্রচারিত হয়। কিন্তু ছবিতে একবারও তাকে দেখা যায়নি। দেখা যাবে কি করে, তার অংশটি বাদ দেওয়া হয়েছিল যে। পুরনো স্মৃতি উস্কে দিয়ে পঙ্কজ বলেন, ” লক্ষ্যর জন্য অডিশন দিয়ে সিলেক্ট হয়েছিলাম আমি। শুট করতে লেহ লাদাখে পর্যন্ত যেতে হয়েছিল। ছবি মুক্তির আগের একটি ইভেন্টেও অংশগ্রহণ করেছিলাম”।

pankaj 4

তিনি আরও বলেন, ” মুক্তির দিন আমি ও আমার স্ত্রী একসাথে ছবিটি হলে দেখতে যাই। দেখতে দেখতে গোটা ছবিটা শেষ হয়ে জয়। কিন্তু নিজেকে পর্দায় দেখতে পাইনা একবারও। খুবই ভেঙে পড়েছিলাম। খুবই অপমানিত লাগছিল। এটা ভেবে নয় যে আমার রোলটি করা হয়েছিল, এটা ভেবে যে গোটা খবরটা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল” (Pankaj Tripathi out from Farhan Akhtar film)।
আরও পড়ুন:গুটকা বিক্রির জেরে কারাবাস! বিগ বি, শাহরুখ সহ ৩ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের আদালতে
লক্ষ্যতে ঋত্বিকের সাথে পর্দায় স্থান না পেলেও পরবর্তীতে অগ্নিপথ এবং সুপার ৩০ ছবিতে দুজনকে একসাথে দেখে আপ্লুত হয়েছে দর্শক। এমনকি লক্ষ্যের পরিচালক ফারহান আখতারের প্রযোজনা সংস্থাই পঙ্কজকে মির্জাপুর সিরিজটিতে সুযোগ করে দেয়। চরিত্র বাদ যাওয়ার গল্প এমন নতুন কিছু নয়। মনোজ বাজপেয়ী থেকে শুরু করে স্বর্গীয় অভিনেতা ইরফান খান পর্যন্ত এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন (Pankaj Tripathi out from Farhan Akhtar film)।




Leave a Reply

Back to top button