স্বল্প পোশাকে উপচে পড়ছে যৌবন! খোলা চুলে পূজার ‘হট’ ছবিতে বুক ধড়ফড় নেটবাসীর

প্রত্যুষা সরকার, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ায়ই ( social media ) হল মানুষের সাথে যোগাযোগ করার সব থেকে সহজ উপায়। আর টলিউড থেকে বলিউড সবাই এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভক্তদের সাথে জুড়ে থাকেন। অভিনেত্রী পূজা বাত্রাও ( Pooja batra ) খুব অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সময় বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে যুক্ত থাকে মানুষের সাথে। বিশেষ করে তাঁর লুক নিয়েই পাগল সাধারণ মানুষ।
পূজা বাত্রা একজন ভারতীয়-আমেরিকান অভিনেত্রী এবং মডেল যিনি প্রাথমিকভাবে হিন্দি ছবিতে কাজ করেন। অভিনেত্রী তার অভিনয়ের জোরে দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। তবে এখন অবশ্য তাকে খুব কমই দেখা যায় পর্দায়। কিন্ত এরপরও সবসময়ই পূজা ( Pooja batra ) থাকেন শিরোনামে। তিনি তার ভক্ত এবং প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকার জন্য কিছু না কিছু করতে থাকেন।
সোশ্যাল মিডিয়া প্রেমী পূজা। প্রায়শই ভক্তদের সাথে তিনি তাঁর ছবি এবং ভিডিও শেয়ার করেন। এবার আবার সামনে আসল তাঁর নতুন লুক। বৃহস্পতিবার, অভিনেত্রী তাঁর ভক্তদের সাথে তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে কালো ফিটেড প্যান্ট এবং কালো জ্যাকেট পরতে দেখা গেছে। এবং এর সঙ্গে সাদা রঙের শার্ট পরেছেন তিনি।
View this post on Instagram
নিজের লুক কমপ্লিট করতে কানে কানের দুল পরেছেন তিনি ( Pooja batra )। সাথে রুপালি কালোর একটি সু। এখানে তার নো-মেকআপ লুকেই দেখা যাচ্ছে তাঁকে। খোলা আকাশের নিচে খোলা চুলে মেকআপ ছাড়াই খুব গ্ল্যাম দেখাচ্ছে অভিনেত্রীকে। ছবিতে তাঁকে একটি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তাঁর পিছনে দেখা যাচ্ছে অনেক বিছানা।
আরও পড়ুন –মুহুর্মুহু চুমু দিয়ে বার্থডে উইশ, অঙ্কুশ-ঐন্দ্রিলার ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া
হালকা সাজে সাধারণ এই লুকেও পূজাকে দেখাচ্ছে বেশ হট এবং বোল্ড। ৪৫ বছর বয়সেও নিজেকে বেশ ফিট রেখেছেন তিনি ( Pooja batra )। তাঁর সাহসিকতা দেখে কেউ তাঁর বয়স আন্দাজও করতে পারে না। ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের ( Femina Miss India International ) মুকুট লাভ করেন এই অভিনেত্রী।
আরও পড়ুন – প্রাগৈতিহাসিক টাইটানোবোয়ার, ৪২৫-ফুট লম্বা সাপের হদিশ মিলল গুগল ম্যাপে