Ranbir Kapoor : বলিউডের ‘প্লে বয়’, একাধিক অভিনেত্রী সঙ্গে কাটিয়েছে দিন-রাত্রি

বলিউডের সিনেমাতে প্রেমকাহিনীর ছড়াছড়ি। আর যেখানে প্রেমকাহিনীর (Lovestory) ছড়াছড়ি সেখানে প্রেম তো থাকবেই। তবে একটা দুটো নয় বলিউডের অন্দরমহলে খোঁজ নিলে একই লোকের একাধিক প্রেমের খোঁজ মেলে। আর প্রেমিক পুরুষটির নাম যদি হয় রণবীর কাপুর ( Ranbir Kapoor ) তাহলে তো চকলেট বয়ের চার্মে সুন্দরীরা প্রেমে পড়বেনই। এমনিতে রণবীর আলিয়ার ( Ranbir Kapoor ) সম্পর্কের কথা বর্তমানে চর্চায় থাকলেও রণবীর কাপুরের সুন্দরী ‘এক্স’দের গল্প আজও ভেসে বেড়ায় বলিউডি বাতাসে। তাহলে সেই সুন্দরীদের মধ্যে থেকেই ছয় প্রাক্তনের গল্প জেনে নেওয়া যাক।
দীপিকা পাড়ুকোন
রণবীর কাপুরের জীবনে সবচেয়ে আলোচিত এবং বাণিজ্য সফল নায়িকার নাম নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির বানি নয়নার মতোই মসৃন এবং ছবির মতো ছিল তাদের প্রেমকাহিনী। ঠিক সেই কারণেই দুজনের বিচ্ছেদ অনুরাগীদের মতোই রণবীর ( Ranbir Kapoor ) দীপিকার হৃদয়েও গভীর ক্ষত সৃষ্টি করেছিল।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা এবং রণবীর ( Ranbir Kapoor ) টিনসেল টাউনে চর্চার কেন্দ্রে এসেছিলেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির পরেই। সিনেমার দুর্দান্ত কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে দুজনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে তারা বিয়ের পরিকল্পনাও শুরু করেছিলেন। তবে কোন এক তৃতীয় ব্যক্তির আগমনে দুজনের সম্পর্ক ভেঙে যায়।
নার্গিস ফকরি
রকস্টার ছবিতে রণবীর ( Ranbir Kapoor ) নার্গিস এর মিউজিক্যাল প্রেম মন ছুঁয়েছিল দর্শকের। সেই সঙ্গে দুজনে সেটে এবং স্ক্রিনেও কাছাকাছি এসেছিলেন। তবে রণবীর নার্গিসের প্রেম খুবই স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। শোনা যায় নার্গিস ফকরিই রণবীর ক্যাটরিনার সেই তৃতীয় ব্যক্তি।
সোনম কাপুর
সাওয়ারিয়া ছবিতে একইসঙ্গে ডেবিউ করেন রণবীর ( Ranbir Kapoor ) এবং সোনম কাপুর। তারপরই তাদের মধ্যে গড়ে উঠতে থাকে একটি সম্পর্ক। তবে শোনা যায় দীপিকা পাড়ুকোন এর প্রতি আসক্তির জন্য সোনমকে ‘চিট’ করেন রণবীর।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের পাশাপাশি হলিউডেও এখন যথেষ্ট আলোচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া বা পিগি চপস। তবে আনজানা আনজানি সিনেমার পর থেকেই প্রিয়াঙ্কা রণবীরের ( Ranbir Kapoor ) মধ্যেও গড়ে ওঠে জমাটি রসায়ন। তবে বেশিদিন স্থায়ী হয়নি দুজনের এই সম্পর্ক।
মাহিরা খান
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গেও চকলেট বয় রণবীরের ( Ranbir Kapoor ) অন্তরঙ্গতার খবর শোনা গেছিলো বলিউডের বাতাসে। একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দুজনের একসঙ্গে উপস্থিতি এবং প্রেমিক প্রেমিকা সুলভ আচরণ এই ধারণাকে জোরালো করে।
আরও পড়ুন.Bollywood Gossip : ওয়েটার টু সেলসম্যান, বলিউডের আসার আগে এমনই পেশা ছিল এই ৬ তারকার