বিগ বি- র ছবিতে রশ্মিকার “ঝুকেগা নেহি” কমেন্ট ঘিরে উত্তাল নেটদুনিয়া, দেখে নিন

অনীশ দে, কলকাতা: কয়েকবছর আগে পর্যন্ত দক্ষিণী ছবির দর্শক সীমাবদ্ধ ছিল শুধু দক্ষিণ ভারতে। কিন্তু এস এস রাজামৌলি(SS Rajamouli) বাহুবলী ২(Bahubali 2) মুক্তির পরে দক্ষিণ ও উত্তর এই রেখা যেনো মুছে গিয়েছে(Amitabh Bachchan Instagram)। এরপর প্রশান্ত নীল পরিচালিত কে.জি.এফ- চ্যাপ্টার ওয়ান দক্ষিণী ছবিকে দর্শকদের কাছে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এমনকি বলিউডের বেশির ভাগ সিনেমা এখন দক্ষিণী ছবির রিমেকের পথে হাঁটছে।

আরও পড়ুন: কাঁচা বাদাম গানে নাচতে নাচতে এ কি করলেন মাধুরী! রইলো ভিডিও

যদিও অনেকেই মনে করেন বাহুবলী এবং কে.জি.এফ- চ্যাপ্টার ওয়ান(K.G.F- Chapter 1) উত্তর ভারতে ভালোভাবে প্রচারের জন্যই সফলতা পেয়েছে। কিন্তু ২০২১ এর শেষে মুক্তিপ্রাপ্ত পুষ্পা: দ্যা রাইস(Pushpa: The Rise) সমস্ত দ্বন্দ দুর করে দিয়েছে মানুষের মধ্যে থেকে। খুব বেশি প্রচার এবং খরচা বহুল ছবি না হলেও যে বক্স অফিসে ঝড় তোলা যায় তা প্রমাণ করেছে আল্লু অর্জুন(Allu Arjun) অভিনীত এই ছবি।

jhggj

আরও পড়ুন: ৪২ বছরে একবারও বাজেনি ট্রেনের হুইশেল, ভূতের ভয়ে বাংলার এই স্টেশনে পা রাখেনা কোনও যাত্রীও

এই ছবিতে আল্লু অর্জুনের(Allu Arjun) বিপরীতে দেখা গিয়েছে ভারতের ক্রাশ রশ্মিকা মাদনন্ন(Rashmika Madnanna)-কে। সম্প্রতি খবর পাওয়া যায় পুষ্পা খ্যাত অভিনেত্রী রশ্মিকা এবং অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) একই ছবিতে অভিনয় করতে চলেছেন (Amitabh Bachchan Instagram)। প্রথমবার রুপোলি পর্দায় রশমিকাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সাথে(Amitabh Bachchan Instagram)। ছবির নাম গুডবাই(Amitabh Bachchan Instagram)। শুটিং শেষের পর বিগ বি (Amitabh Bacchan Instagram)রশ্মিকার সাথে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে লেখেন, “পুষ্পা”। যার প্রতিত্তরে রশ্মিকা পুষ্পা ছবির একটি ডায়লগ লেখেন, “স্যার, হাম ঝুঁকেগা নেহি”(Amitabh Bachchan Instagram)।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

এই ছবির পরিচালনার দায়িত্ব সামলিয়েছেন প্রযোজক ও পরিচালক বিকাশ বেহেল(Vikas Behl)। ছবিটির প্রযোজনা করেছেন একতা কাপুর। আগের বছর এপ্রিলের সময় ছবিটির শুটিং শুরু হয়। ছবিটিতে অমিতাভ বচ্চন এবং রশ্মিকার সাথে দেখা যাবে সাহিল মেহতা(Sahil Mehta),  শিভিন নারাং(Shivin Narang) এবং পল্লবী গুলাটি- কে। রশ্মিকাকে এরপর সিদ্ধার্থ মালহোত্রা – র বিপরীতে মিশন মজনু ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করেছেন নবাগত শান্তনু বাগচী। এই ছবিতে রশ্মিকার পাশাপাশি দেখা যাবে শরিব হাশমি ও কুমুদ মিশ্রকে। থ্রিলারধর্মী এই ছবিটির( Mission Majnu) প্রেক্ষাপট ৭০- এর দশকের এক র এজেন্টের পাকিস্তানে এক মিশনকে কেন্দ্র করে বোনা হয়েছে।

আরও পড়ুন: উরফি’র ব্রম্ভাস্ত্র! ছোট পোশাক বিতর্কে কড়া ভাষায় ফারাহ খানকে ধুয়ে দিল হট বম্ব




Leave a Reply

Back to top button