রোদ্দুরের গ্রেফতারে ভয়ে লুকিয়েছে স্যান্ডি! নিজেও এবার থেকে ভদ্র ভিডিও বানাবে বলে বক্তব্য তাঁর

শান্ত নেই কলকাতা এক মুহূর্তের জন্যও। গায়ক কেকের মৃত্যু নিয়ে বিতর্ক এখনো থমকে হয়নি। কিন্তু মধ্যেই ৮ জুন বিতর্কিত পাবলিক ফিগার রোদ্দুর রায়ের গ্রেফতার হওয়ার খবর রীতিমত চাঞ্চল্য ছড়ায় ছড়ায় বিভিন্ন মহলের মধ্যে। কেন গ্রেপ্তার হল সে এখন উত্তরটি সকলেরই জানা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে ।
উল্লেখ্য এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন আরেক বহুল জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা । তিনিও রোজকার বিতর্কে জড়াতেই থাকেন। অশ্লীল ভাষা ব্যবহার করে অনেকবারই ফেসবুকের কাঠগড়ায় তোলা হয়েছে তাকে। তিনিও বেশ ‘দক্ষ’ অশ্লীল ভাষা প্রয়োগে। রোদ্দুর রায়ের গ্রেফতারিতে কী বলছেন স্যান্ডি?আসুন জেনে নিই।
এই গ্রেফতারিকে পুরোপুরি ভাবে সমর্থন করেই তিনি নিজেকে ট্যাগ দিয়েছেন ‘জ্ঞানপাপী’ বলে। তাঁর মতে, রোদ্দুর রায়ের এই গ্রেফতারির ঘটনা ভাবাবে সবাইকে । আরও বলেছেন এবার থেকে তিনি নিজেও ইউটিউবে ভিডিও বানানোর সময়ে সংযত ভাষায় কথা বলবেন। স্যান্ডি আরও বলেছেন ” শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করেঅনেক গুণীজনের সম্পর্কেই অশ্লীল ভাষা ব্যবহার করেছেন রোদ্দুর রায়। তাই এই পদক্ষেপ সঠিক বলেই মনে করি। সোশ্যাশ মিডিয়াতে এখন যে কেউ কিছু লেখার আগে দুবার ভাববে।”
গায়ক কেকের মৃত্যুর পর নজরুল মঞ্চে নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন সংবামাধ্যম। অভিযোগের আঙুল ওঠে আয়োজক সহ রাজ্য সরকারের দিকেও।ঠিক এই বিষয়েই সম্প্রতি ফেসবুক লাইভে এসে অশালীন মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়।রূপঙ্কর বাগচী থেকে শুরু করে সরকারের দুর্নীতি সহ দুর্ঘটনার দিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা বিধায়ক মদন মিত্রকেও আক্রমণ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি না নিয়ে ‘দিদি’ বলে অশালীন মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। আর এর জেরেই পাটুলি সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর নামে। অবশেষে মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার হন রোদ্দুর রায়।তাকে আজ ঢোকানো হয় শ্রীঘরে।