৫ দিনেই বাজিমাত! পুষ্পা টু কাশ্মীর ফাইলস, রের্কড ভেঙে এগিয়ে RRR

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউডকে রীতিমতো টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে সাউথ এর সিনেমাগুলি। গত কয়েক সপ্তাহে বক্সঅফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ যেভাবে ব্যবসা করছিল দক্ষিণী ছবির চাপে তাও পরে গেছে অনেক পিছনে। আর তার পর যদি পরিচালক স্বয়ং রাজা মৌলি (Raja Mouli ) হন তাহলে তো সেই ছবির পাসে দাঁড়ানোর ক্ষমতাই হয়না বলিউডের কোন ছবির। ‘বাহুবলী’র মুক্তির পর পরিচালক রাজমৌলি বুঝিয়ে দিয়েছিলেন উত্থান কাকে বলে। আবারও ‘বাহুবলী’র সেই জাদু অব্যাহত থাকলো বড়ো পর্দায়। বহু দিনের প্রতিক্ষার পর বড়ো পর্দায় মুক্তি পেল পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ‘আর আর আর’ (RRR)।
বাহুবলী ফ্রাঞ্চাইজির দু’দুটি ছবির আকাশছোঁয়া সাফল্যের পর সিনেমাপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে রাজামৌলি পরিচালিত সেই বহু প্রতীক্ষিত সিনেমা ‘রৌদ্রম রানাম রুধিরাম’ যার ছোট নাম দেওয়া হয়েছে ‘আর আর আর’ (RRR)। বড়ো পর্দায় মুক্তির দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে জুনিয়র এনটিআর (Jr NTR) এবং রামচরণ (Ramcharan) অভিনীত এই দক্ষিণ ভারতীয় সিনেমা।
বক্স অফিসে প্রতিদিন ইতিহাস তৈরি করছে রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। সপ্তাহের শেষে সিনেমা হল গুলির টিকিট কাউন্টারে দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। গত রবিবারই এই সিনেমার হিন্দি ভার্সন আয় করেছে প্রায় ৩১ কোটি। ফিল্মে রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগন, অলিভিয়া মরিস, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডোডির অভিনয়ের জাদু পাগল করে তুলছে দর্শকদের। যে কারণে মাত্র ৫ দিনে বিশ্বব্যাপী ৬২১ কোটির বেশি আয় করেছে ছবিটি।
অতিমারী পরে এই প্রথম কোনও হিন্দি ভাষার সিনেমা এক দিনে ৩১ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। এক সমিক্ষা থেকে জানা গেছে প্রথম দিন অর্থাৎ শুক্রবার ছবিটি আয় করেছে প্রায়- ২৫৭ কোটি, দ্বিতীয় দিন শনিবার – ১১৪ কোটি, তৃতীয় দিন রবিবার -১১৮.৬৮ কোটি, চতুর্তজ দিন সোমবার – ৭২.৮০ কোটি, পঞ্চম দিন মঙ্গলবার – ₹ ৫৮.৪৬ কোটি, অর্থাৎ মোট আয় ৬২১ কোটির বেশি।
আরও পড়ুন – বলিউডের ছবি দক্ষিণে চলেনা, এদিকে RRR দাপিয়ে বেড়াচ্ছে দেশে! আক্ষেপ সলমনের
স্বয়ং করণ জোহর এই ছবির প্রশংসা করে টুইট করেছেন, “এখানে পরিচালকরা রয়েছেন বটে, কিন্তু এসএস রাজামৌলী স্যর আপনার শ্বাসরোধ করে দিতেও সক্ষম। একথা তিনি আবারও ‘আরআরআর’ ছবির সুবাদেই প্রমাণিত করে দিলেন। ওঁনার দৃষ্টিভঙ্গী এবং এহেন মেগামাস্টার ছবি তৈরির দক্ষতার জন্যই ওঁকে স্যলুট।” রাজামৌলির সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম সিরিজ ‘বাহুবলী’র প্রথম ছবি, যেটি হিন্দি সংস্করণে প্রায় ১১৮ কোটি টাকা আয় করেছিল। এবার সেটা কেউ ছাড়িয়ে গেল সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘আরআরআর’ ( RRR )-এর হিন্দি সংস্করণ। যা ইতিমধ্যে ছয় দিনে ১৫৭.৫৯ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে।
আরও পড়ুন –কেমন যাবে আজকের দিনটা,গ্রহ-নক্ষত্ররা কি বলছে, দেখে নেওয়া যাক