“আর আর আর” ছবির বক্স অফিস নাম্বার গুলো মিথ্যে, এবার রাজামৌলিকেও ছেড়ে কথা বললেন না KRK

রাখী পোদ্দার, কলকাতা : বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত “আর আর আর” ( RRR)। দক্ষিণী এই ছবি ভেঙে দিয়েছে বক্স অফিসের সমস্ত রেকর্ড। জুনিয়র এনটিআর ( NTR), রাম চরণ ( Ram Charan) এবং আলিয়া ভাট ( Alia Bhatt) অভিনীত এই সিনেমা নিয়ে জনগণের উত্তেজনার শেষ নেই। ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই কেন্দ্র করে তৈরি করা হয় এই সিনেমা। ছবিতে রাম চরনের প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় আলিয়া ভাটকে। ভারতের বাইরেও এই ছবি নিয়ে জন সাধারণের উত্তেজনা কোনো অংশেই কম নয়। প্রথম শো দেখার পরই ছবিটির ( RRR) রিভিউ শেয়ার করতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচকরাও।
কিছু চলচ্চিত্র সমালোচকের মতে “আর আর আর” ( RRR) সিনেমার ক্ষেত্রে বক্স অফিস নাম্বারগুলি নাকি মিথ্যে। আর এই তালিকার শীর্ষে রয়েছেন চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ( Kamal R Khan) ওরফে কে আর কে ( KRK)। রাম চরণ এবং জুনিয়র এনটি আর অভিনীত “আর আর আর” ( RRR) ছবির বক্স অফিস নাম্বার গুলো মিথ্যে। তাঁর নিজস্ব টুইটার একাউন্টে এই বিষয় নিয়ে কিছু টুইট করতেও দেখা যায় তাঁকে। এটি এটিকে একটি প্রতারণা বলে অভিহিত করেছেন।
এস এস রাজামৌলি পরিচালিত RRR- ছবি প্রত্যাখ্যান করেছিলেন ৫ নাম জানা অভিনেত্রী

মহামারী এবং সরকার কর্তৃক বিভিন্ন বিধি নিষেধের জন্য গত মাসগুলোতে বেশ বিলম্বের সম্মুখীন হতে হয়েছিল এই ছবিকে। শেষ পর্যন্ত সমস্ত বাঁধাকে অতিক্রম করে চলতি বছরের ২৫শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন বাহুবলী খ্যাত এস এস রাজামৌলি ( S S Rajamouli)।ছবিটি শুধুমাত্র তার অ্যাকশন সিনের জন্যই বিখ্যাত নয় বরং কাস্টদের শক্তিশালী পারফরমেন্সের জন্যও প্রশংসিত।
‘পাঠান’ মুক্তির আগেই দিলেন সুখবর! শাহরুখের কামব্যাকে খুশির হাওয়া বলিউডের অন্দরমহলে
Public has totally rejected #RRR and it’s a disaster. But makers are creating fake hype from fake reporting by paid media. So I will prove in my next review that it’s already a disaster. People know nothing how to calculate huge budget of ₹680Cr!
— KRK (@kamaalrkhan) March 31, 2022
সাম্প্রতিক টুইট অনুসারে কে আর কে ( KRK) তাঁর টুইটার অ্যাকাউন্টে “আর আর আর” সিনেমার বক্স অফিস নাম্বারের বিষয়কে তুলে ধরেন। যা দেখে মোটেও খুশি হননি নেটিজেনরা। প্রথম টুইটে তিনি লিখেছেন, “জনগণ #RRR কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং এটি একটি জঘন্য সিনেমা। কিন্তু নির্মাতারা পেইড মিডিয়ার ভুয়ো রিপোর্টিং থেকে ভুয়ো হাইপ তৈরি করছে। তাই আমি আমার পরবর্তী পর্যালোচনাতে প্রমাণ করবো যে এটি ইতিমধ্যে একটি জঘন্য সিনেমা। মানুষ কিছুই জানে না কিভাবে ৬৮০ কোটি টাকার বিশাল বাজেট গণনা করতে হয় !”
According to first week collection of film #RRR it is one of the biggest disaster of this decade. RRR budget is two-time more than joint budget of Baahubali and Baahubali2 and lifetime business will be 40% off film #Baahubali2 only.
— KRK (@kamaalrkhan) April 1, 2022
কে আর কে ( KRK) আরও উল্লেখ করেছে যে “আর আর আর” শুধুমাত্র বাহুবলী যা করেছে তার একটি অংশ উপার্জন করবে। এছাড়াও তিনি বলেন, “প্রথম সপ্তাহের সংগ্রহ অনুসারে ফিল্ম #RRR-এর এই দশকের সবচেয়ে বড় জঘন্য সিনেমার মধ্যে একটি। “আর আর আর”এর বাজেট বাহুবলী এবং বাহুবলী ২এর যৌথ বাজেটের চেয়ে দুইগুণ বেশি এবং লাইফটাইম ব্যবসা ৪০ শতাংশ ছাড় হবে শুধুমাত্র।