Sanjay Leela Bhansali: বানসালীর পরের ছবি থেকে বাদ গেলেন রণবীর, জায়গা পেল পুষ্পারাজ আল্লু

অনীশ দে, কলকাতা: আল্লু অর্জুন(Allu Arjun) অভিনীত পুষ্পা: দ্যা রাইস(Pushpa: The Rise) এর সাফল্যের পর দক্ষিণী ছবির কদর বেড়ে গিয়েছে। বিশেষ করে তেলেগু সিনেমাকে থেকে দর্শকদের প্রত্যাশা বেড়ে গিয়েছে। পুষ্পা: দ্যা রাইস(Pushpa: The Rise) এর এক সপ্তাহ পর মুক্তি পায় রণবীর সিং(Ranveer Singh) এর 83, যা বক্স অফিসে চূড়ান্ত খারাপ ব্যবসা করে। গুণগত মানের দিক থেকে 83 অনেক উন্নত হওয়া সত্বেও মসলা যুক্ত তেলেগু ছবিতে বিনোদনের রস খুঁজে পায় দর্শক। এইবার সঞ্জয় লীলা বানসালি (Sanjay Leela Bhansali) রণবীরকে নিজের ছবি থেকে বাদ দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
বানসালি(Sanjay Leela Bhaansali) বরাবরই তারকাদের সাথে কাজ করতে ভালোবাসেন। ৯০- এর দশকে তিনি কাজ করেছেন সুপারস্টার সালমান খানের(Salman Khan) সাথে। তারপরে অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), রানী মুখার্জি, ঋত্বিক রোশন(Hritik Roshan) বাদ যাননি কেউ। এমনকি রণবীর কাপুরের(Ranbir Kapoor) মত অভিনেতাকে তিনি নিজের ছবিতে ব্রেক দিয়েছেন। রামলীলা ছবির পর থেকে টানা সব ছবিতে রণবীর সিং-কে তিনি বেছে নিয়েছেন নায়ক হিসেবে। এর মধ্যে রয়েছে বাজিরাও মাস্তানি(Bajirao Mastani), পদ্মাবত(Padmavat)।
পদ্মাবতে রণবীরের(Ranveer Singh) খিলজী চরিত্রটি গভীর দাগ কাটে দর্শকদের মনে। অভিনয়ের নিরিখে যে রণবীর কতটা দক্ষ অভিনেতা তা প্রমাণ করে দেন তিনি। দীপিকা(Deepika Padukone) ও রণবীর সিংয়ের প্রেমের সূত্রপাত যে তার ছবির শুটিং চলাকালীন হয়েছিল তাও অজানা নয় কারোর কাছে। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে আল্লু অর্জুনের(Allu Arjun) সাথে নাকি এক দীর্ঘ বৈঠকে তিনি লিপ্ত হয়েছিলেন।ঘন্টার পর ঘন্টা চলেছে এই বৈঠক। তবে কি এবার রণবীরের(Ranveer Singh) রোল যাবে অর্জুনের কাছে?
আরও পড়ুন: K.G.F Chapter 2: ২৫ কেজি ওজনের পোশাক পরে শুটিং এর অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দত্ত,দেখুন ছবি
সূত্র অনুযায়ী রণবীর আর আল্লু অর্জুনের এক ছবিতে কাজ করার কথা থাকলেও আল্লু(Allu Arjun) তা নাকোজ করে দেয়। বানসালীর(Sanjay Leela Bhansali) পরের ছবিতে কে নয়কের চরিত্রে অভিনয় করবে এখন তা শুধু সময়ের অপেক্ষা। বানসালীর(Sanjay Leela Bhansali) শেষ ছবি গাঙ্গুবাই কঠিয়াওয়ারী(Gangubai Kathiawadi) দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দেয়। মুম্বাইয়ের নিষিদ্ধপল্লী প্রেক্ষাপটে তৈরি এই ছবি। আলিয়ার অভিনয়ের মাধ্যমে তিনি আবার প্রমাণ করে দেন তিনি বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী।