“এখন আর ভালো স্ক্রিপ্ট নেই” অমিতাভকে অবসর নেওয়ার পরামর্শ সেলিমের!
গত মাসের ১১ তারিখেই নিজের ৭৯ তম জন্মবার্ষিকীতে পা দিলেন বলি টাউনের অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন। এই বয়সে এসেও ‘ভূতনাথ রিটার্নস’, ‘পিকু’, ‘পিঙ্ক’ এর মতন অসাধারণ কিছু সিনেমা অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি টেলিভিশন শো হোক বা অ্যাডভারটাইজমেন্ট সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করে চলেছেন বিগ-বি।
তবে এবার তাঁর নিজেকে এই “রেস থেকে মুক্তি দেওয়া প্রয়োজন” এমনটাই পরামর্শ দিলেন বিখ্যাত লেখক ও অভিনেতা সেলিম খান। সালমান-পিতা সেলিম সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন সম্পর্কে বলেছেন, ” অমিতাভ নিজের কেরিয়ারে অনেক সাফল্য অর্জন করেছে। এবার তাঁর নিজের জন্য একটু সময় বের করা প্রয়োজন এবং এই তাড়াহুড়োর জীবন থেকে নিজেকে মুক্তি দেওয়া উচিত।”
দৈনিক ভাস্করের সঙ্গে কথোপকথনের সময় সেলিম খান অমিতাভ সম্পর্কে বলেছিলেন, ” জীবনে যা অর্জন করতে চেয়েছেন, সবই পেয়েছেন। একজন ব্যক্তির নিজের জন্যও কিছু সময় রাখা উচিত। অমিতাভ নিজের জীবনের পেশাদার ইনিংসটি খুব ভালোভাবেই খেলেছেন। তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন। এবার তাঁর একটি ভালো অবসর নেওয়া উচিত।”
আরও পড়ুন…জমে যাবে রবিবারের খাওয়া! রইল অনুষ্ঠান বাড়ির মত প্লাস্টিক চাটনি তৈরির রেসিপি
সেলিম খান নিজেও অমিতাভ বচ্চনের সঙ্গে ১০ টি সিনেমাতে কাজ করেছেন। তিনি আরও বলেন যে ” অমিতাভ বচ্চনের মতন যোগ্য একজন অভিনেতার জন্য যথার্থ স্ক্রিপ্ট এখন আর নেই। তাই এবার তাঁর জাতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। একজন ব্যক্তি জীবনের শুরুতে লেখাপড়া করেন, তারপর কাজ করেন আর তারপরই সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। তাই একজন ব্যক্তির নিজের জীবনের শেষ সময়টুকু ভালোভাবে অবসর নিয়ে কাটানো প্রয়োজন।” নিজেকে উদাহরণ হিসাবে দেখিয়ে সেলিম বলেন, “আমি এখন এমন লোকজনদের সঙ্গে মিশি বা ঘুরি, যাঁরা নন-ফিল্ম ব্যাকগ্রাউন্ড। আমার পৃথিবী এখন সীমিত।”