উরফি’র ব্রম্ভাস্ত্র! ছোট পোশাক বিতর্কে কড়া ভাষায় ফারাহ খানকে ধুয়ে দিল হট বম্ব

উরফি জাভেদের ( Urfi Javed ) হট লুকে বরাবরই মজে থাকে নেটদুনিয়া। তাঁর নজর কাড়া পোশাক-আশাক মন মাতিয়ে রাখে নেট নাগরিকদের। কেউ বলে পোশাক অস্ত্র করেই লাইম লাইটে, কেউ আবার বলেন অ্যাটেনশন চাই, ঠিক সেই কারণেই ভুল পোশাক। তবে ট্রোলকে বিশেষ পাত্তা দেন না উরফি। নিজের অনুরাগীদের নিয়েই বেঁচে থাকতে ভালোবাসেন তিনি।

urfi javed

উল্লেখ্য, সিনেদুনিয়ার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ( Fashion designer ) উরফি’র ( Urfi Javed )  ফ্যাশনকে ঘিরে হামেশাই বিতর্ক চলে নেট দুনিয়ায়। আর গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে ফের এক নয়া বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। এদিন, উরফি’র পোশাক-আশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বলিউড খ্যাত জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলি ( Farah Khan Ali )। তিনি লিখলেন, “এটা বলতে খুব দুঃখ লাগে, তবে এই তরণীর ফ্যাশনের পরিবর্তন প্রয়োজন, সকলে তাঁকে দেখে হাসে, আর সে ভাবে সকলে সেটা ভালবাসছে, আশা করব কেউ তাঁকে এটা বলুন।”

urfi javed

আর এতেই বোমা ফাটান উরফি। তাঁর কথায়, “ম্যাম আপনি বলতে পারবেন, কোনটা টেস্টফুল পোশাক! অন্তত আমার কাছে ব্যখ্যা করুন। আমি জানি আমার পোশাক পরার ধরণ বহু মানুষ অপছন্দ করেন। আমি কিন্তু কোনও স্বপ্নের জগতে থাকি না। সুতরাং তাঁরা কি মনে করে, তাতে আমার কিছু যায় আসে না। আপনি যেটা পরছে, তাতে ডিজাইনারের ট্যাগ আছে, আর এটাই আপনার পোশাককে টেস্টফুল করে তোলে! আপনার পরিবারের সদস্যরা ছবি তৈরি করেন, যেখানে মেয়েদের টাইট পোশাক পরিয়ে আইটেমডান্স ( Item Dance ) করানো হয়, সেটা টেস্টফুল! মেয়েদের শরীরকে পর্দায় ব্যবহার করাটা কাম্য! চ্যারিটি বাড়ি থেকেই শুরু হয়, স্টারকিডরা যা ইচ্ছে তাই পরে, সেটা আপনার কাছে টেস্টফুল!”

আরও পড়ুন…..কাঁচা বাদাম গানে নাচতে নাচতে এ কি করলেন মাধুরী! রইলো ভিডিও

আরও পড়ুন…..৫ দিনেই বাজিমাত! পুষ্পা টু কাশ্মীর ফাইলস, রের্কড ভেঙে এগিয়ে RRR

তবে এখানেই থামেননি উরফি ( Urfi Javed )  । পোশাক বিতর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে রীতিমতো চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, ‘আপনার কথায় সাধারণ মানুষ আমার পোশাক পছন্দ করে না। ঠিক আছে তবে সাধারণ মানুষের আপনার পরিবার নিয়েও অনেক কিছু বলার থাকে, আপনি কি সেগুলো পাল্টাবেন? স্টার কিডরা ফ্যাশনের জন্য ট্রোল হয়। তাঁদের বলবেন, ফ্যাশন পাল্টে ফেলতে! কাল যদি আপনার সন্তানদের মুখ পছন্দ নয় বলে দাবী তোলে সাধারম মানুষ, তাঁরা কি তা পাল্টে ফেলবে! আপনার মত একজন মহিলার থেকে এটা কাম্য নয়। স্টারকিডদের পাবলিসিটির ভয়ে তাঁদের জ্ঞান দিতে পারেন না। সাফ মনের কথা জানিয়ে দেন উরফি।’

আরও পড়ুন…..অর্পিতার সাথে দীর্ঘ দাম্পত্যের পরেও প্রসেনজিতের প্রথম প্রেম দেবশ্রীই! অকপট স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’




Leave a Reply

Back to top button