Vidya Balan: জন্মদিনেও আফশোষ করছেন বিদ্যা বালান, কারণ হিসাবে ফাঁস করলেন অজানা তথ্য

কে জানতো এই সাদা মাটা মেয়েটি বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলি- পাড়ায় রাজত্ব করবে। পরপর পরিণীতা’, ‘দ্য ডার্টি পিকচার’ ‘ভুলভুলাইয়া’, ‘কহানি’, ‘হামারি অধুরি কহানি’, ‘শকুন্তলা দেবী’র মতন ছবিতে তুখোড় অভিনয়ের মাধ্যমে এক বিশাল সংখ্যক নেটিজেনের মন জয় করা সেই মেয়েটির আজ জন্মদিন। হ্যাঁ ঠিকই ধরেছেন বিদ্যা বালানের (Vidya Balan) কথাই এখানে বলা হচ্ছে। তার এই সাফল্যের রহস্য জন্মদিনে ভাগ করে নিলেন তিনি সবার সাথে।

যদিও জন্মদিন হলে বয়স জানতেই হয়, কিন্তু কথায় বলে মেয়েদের বয়স জিজ্ঞেস করা পাপের থেকে কিছু কম নয়, তাছাড়া অভিনেত্রীর বয়স জিজ্ঞেস করবে এরকম সাহস আছে কারোর? যদিও ক্যালেন্ডার বলছে বিদ্যার বয়স ৪০- এর দোরগোড়ায়। যদিও তাঁর হেটার বা নিন্দুকেরা তাঁকে ২০ তেই বুড়ি বানিয়ে দিয়েছেন বহুকাল আগেই। দিন দিন আরও ভারিক্কি ও গ্ল্যামারেস হচ্ছেন বিদ্যা। যদিও তিনি বিশেষ ভাবে জানান তার কাছে এত কাজ আসবে কখনও তিনি স্বপ্নেও ভাবেননি। কেনো? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম ধারাবাহিক মুক্তি পায়নি বিদ্যার প্রেক্ষাগৃহের মুখ দেখতে পায়নি তাঁর প্রথম ছবিও। ফলে, প্রযোজক, পরিচালকের চোখে তিনি অপয়া। কেউ কাজ দিতে চাননি প্রথম দিকে। তাই এতটা সাফল্যের রাস্তা সহজ ছিলনা তাঁর কাছে।এবং এরপর থেকেই বিদ্যা বালান ঠিক করেন তিনি আর দক্ষিণী ছবি করবেন না। পরপর ২৫টি ছবি থেকে ঘাড় ধাক্কা খেয়েছিলেন তিনি । তারপর এক একদিন কেটেছে হতাশায়। ঘুম হয়নি রাত্রে। আর কোনোদিন দক্ষিণী ছবিতে পা দেবেন না বলে তখনই ঠিক করেন বিদ্যা বালান। বলিউডে ফিরে তিনি প্রথমে প্রদীপ সরকার দ্বারা পরিচালিত বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেন। বিদ্যা বাঙালি সাথে বাঙালির ছোঁয়া রয়েছে তাঁর অভিনয়ে সাথে প্রদীপ ও বাঙালি। তাই বিদ্যার অভিনয়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। যদিও তাদের নিয়ে বেজায় বাজে খবর ছড়িয়েছিল মিডিয়া। কিন্তু পাত্তা দেননি দুজনের মধ্যে কেউই। প্রদীপের শিখায় বিদ্যা বলিউডে নিজের আলো খুঁজে নিয়েছিলেন।

Vidya Balan

নতুন বছরে কাজ নিয়ে বিদ্যা বলেন ‘চেনাব গাঁধী’, ‘চাঁদ ভাই’, ‘জলসা’ এবং একটি নাম না হওয়া ছবি তাঁর হাতে। অর্থাৎ, ২০২২-ও তাঁরই দখলে বলা চলে। শেষে তিনি একটি আফশোষ নিয়ে খোলসা করেন। দ্য ডার্টি পিকচার’-এ অভিনয় করার সময় শাহিদ কপূর তাঁর শরীর নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেছিলেন সেই শুটিং সেটে। তাঁরা একটি সম্পর্কে থাকলেও বিদ্যার ভারী শরীরের জন্য তাঁদের প্রেম টেকেনি শেষ অবধি! এক অপমানের আফশোষ- এর উত্তর দিতে সেই অভিমানেই নিজের শরীরের প্রতি আর কোনও দিনই বাড়তি যত্ন নেননি বিদ্যা বালান।

 




Back to top button