সাফল্য সহ্য হয়নি, বরবাদ করেছেন অভিষেকের ক্যারিয়ার! সমস্ত অভিযোগের সপাটে জবাব দিলেন প্রসেনজিৎ

টলিউডের বিখ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন তার একমাস পেরিয়ে গিয়েছে প্রায়। কিন্তু অভিনেতার চলে যাওয়ায় পর যে শূন্যতার সৃষ্টি হয়েছে সেটা আজ বলে বোঝানো শক্ত। তাঁর এই আকস্মিক চলে যাওয়া যেমন সকলকে করে তুলেছে বিস্মিত ও দুঃখী। তেমনি তুলে দিয়েছিল বেশ কিছু প্রশ্ন সকলেরই কাছে। কেন এত সফল অভিনেতা হয়েও টলিউডে সেভাবে দেখা দিতেন না তিনি? প্রসেনজিৎ চ্যাটার্জী ও আরও কিছু্ মানুষ নাকি বরবাদ করে দিয়েছিলেন অভিষেকের কেরিয়ার? এগুলো ঠিক না ভুল সেটা এখনও বোঝা যায়নি। তবে এমন অনেক প্রশ্নে উত্তাল হয়েছিল নেটিজেনরা।

img 20220613 095825

উল্লেখ্য বেঁচে থাকাকালীনই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় নিজেই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ এর দিকে আগেই অভিযোগের আঙ্গুল তুলে ধরেছিলেন। অভিযোগ ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার জন্য ২০ টিরও বেশি ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি। পাশাপাশি অভিনেতার মৃত্যুর পর তাঁর স্ত্রী সংযুক্তার মুখেও এই একই অভিযোগের কথা শোনা গিয়েছিল। তাই নেটপাড়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল প্রসেনজিত চট্টোপাধ্যায় কে।উল্লেখ্য প্রসেনজিৎ-ঋতুপর্ণা দুজনের বিরুদ্ধেই এই অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন অবশেষে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে প্রসেনজিৎ কিন্তু চুপ ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, তিনি আর অভিষেক দুজনেই অতি ভালো বন্ধু ছিলেন। একসাথে একাধিক কাজও করেছেন। কিন্তু এভাবে যে অভিষেক চলে যাবে সেটা ভাবতেও পারেননি। কথার প্রসঙ্গে তাপস পালের কথাও বলেন তিনি। তাপস পাল মারা যাওয়ার সময়ও কটাক্ষ হয়েছিলেন প্রসেনজিৎ। কথা উঠেছিল, অন্য অভিনেতাদের সাফল্য সহ্য করতে পারেন না প্রসেনজিৎ। সেই কারণেই ছবি কেড়ে নিয়ে তাদের এগিয়ে যাওয়ার পথের কাঁটা হয়ে যেতেন বারংবার।

 

কদিন আগে হওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিয়ে প্রশ্ন করা হয় তাকে। বুম্বা দা ওরফে প্রসেনজিত চট্টোপাধ্যায় প্রথমেই জানিয়ে দেন যে অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যুর খবর পাওয়ার পরও অনেকেই তাঁর প্রতিক্রিয়া চাইলেও তিনি ছিলেন চুপ। কিছুই বলেননি এ বিষয়ে। কারণ বুম্বা দা নাকি কিছু বলতেই পারবেন না এই বিষয় নিয়ে। আর অভিযোগের কথা নিয়ে তিনি জানান, অভিনেতার চরম বিশ্বাস সত্যি কখনও আর লুকিয়ে রাখা যায় না। ঠিকই একদিন সত্যিটা সামনে আসবে । আর সবাই সেটা জানতেও পারবেন আশা করছেন বুম্বা দা।

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Back to top button