প্রসেনজিৎ ঋতুর চক্রান্তে শেষ হয়েছিল কেরিয়ার! লক্ষ্মীর ভাঁড় ভেঙে পেট চলেছিল অভিষেকের

রিমা শিয়ালী,কলকাতা: ৯০ দশকে বাংলায় বিখ্যাত অভিনেতাদের ( bengali actors ) মধ্যে সর্বদাই একটি জনপ্রিয় নাম ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee ) । বাংলা ছবিতে উত্তমকুমারের পরে যে অভিনেতা জায়গা করে নিয়েছিলেন তিনি হলেন এই অভিষেক চট্টোপাধ্যায়
বাংলা চলচ্চিত্র জগতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee ) । তবে একটা সময় পর কখনই আর তাঁকে ছবির পর্দায় দেখা যায়নি। ২০১০ সালে শেষবারের মতো তাঁকে সিনেপর্দায় দেখা যায়। নিজের কেরিয়ারের এরূপ পতন নিয়ে মুখ খুলতে ছাড়েননি স্পষ্টবক্তা অভিষেক। বরং নিজের কেরিয়ারের পতনের কারণ হিসেবে নেপোটিজমকেই ( nepotism ) দোষারোপ করেছেন অভিনেতা।

একসময় জি বাংলায় ( Zee Bangla ) শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি টক শো ‘অপুর সংসার’এ উপস্থিত হয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee ) । আর সেখানে উপস্থিত হয়েই নিজের কেরিয়ারের পতন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানান যে সই হয়ে যাওয়ার পরও রীতিমতো ১২-১৪ টি ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়। আর এসবই হয়েছে টলিউডের দাদা ও দিদির দৌলতে।

সই হয়ে যাওয়ার পরও প্রায় ২০-২৪ টি ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল অভিষেক চ্যাটার্জীর নাম। আর হঠাৎই এত বড় ধাক্কা সামলানো অভিনেতার পক্ষে সহজ কাজ ছিল না। তাঁর কথা থেকে জানা যায় যে টানা এক বছর বাড়ি থেকে বেরোতে পারেননি তিনি। এমনকি শেষমেষ জমানো পুঁজি থেকেও ঘর চালাতে হয়েছে তাঁকে। তবে অভিনেতা কখনই তাঁর প্রতি এরূপ অবিচারের বিরুদ্ধে মুখ খোলেননি। কারণ তিনি অন্যায়ের কাছে মাথা নত করতে জানতেন না।
আরও পড়ুন: ‘নিজের ডানা কাটুন’, হরনাজ সান্ধুর মন্তব্যে শোরগোল
সম্প্রতি অভিষেক চ্যাটার্জীর প্রয়াণের পর তাঁকে নিয়ে অনেক চর্চাই উঠেছে। এমনকি অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee ) যাদের নিয়ে অভিযোগ করেছেন তারাও অভিষেকের মৃত্যু নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছেন। আর এসব দেখেই প্রচুর ক্ষুব্ধ হয়েছে অভিষেকের ভক্তরা। তাদের কথায় নেপোটিজমেই শেষ হয়ে গেছে অভিষেক চ্যাটার্জীর কেরিয়ার। তাই নোংরা রাজনীতি যেন এবার বন্ধ হয়। আবার অনেক ভক্তরাই কটাক্ষ করে লিখেছেন প্রসেনজিৎ এর কারণেই শেষ হয়েছে অভিষেকের কেরিয়ার।
আরও পড়ুন: ক্রিকেটার ঈশান কিষানের প্রেমিকা সৌন্দর্যে হার মানাবে নায়িকাদেরও, রইল ‘হট’ ছবি