কমলা অন্তর্বাসে লাস্যময়ী নুসরত! ছবি দেখে বসিরহাটের কলঙ্ক বলে কটাক্ষ নেটিজেনদের

মন্টি শীল, কলকাতা : বিতর্ক, এই শব্দটার সঙ্গে এক বিরাট সম্পর্ক রয়েছে বিনোদন জগতের। বিনোদন জগতের অধিকাংশ অভিনেতা এবং অভিনেত্রীদের জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে এই বিতর্ক। যদিও সেই বিতর্ক হতে পারে তার ব্যক্তিগত জীবন নিয়ে। আবার কখনও তাদের পোশাক পরিধানের কারণে। কিন্তু সে যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা দিন রাত এক করে বসে রয়েছেন এই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে কটূক্তি করার জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক বিতর্কিত পোস্ট করার কারণে এমনি এক কটূক্তির শিকার হয়েছেন।

টলিউড অভিনেত্রী নুসরত জাহান একজন বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ। ২০১৯ সাল এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন অভিনেত্রী নুসরত। তবে টলিউডের এই অভিনেত্রী সাংসদ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের কটূক্তির শিকার হয়েছেন। সেই কটূক্তি কখনও হতে পারে তার পোশাক পরিধানের কারণে আবার কখনও টলিউড অভিনেতা যশ এর সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে।

9c32

আরও পড়ুন ….‘আমার শরীর নিখুঁত নয়, দাগ-চিহ্নে ভরা’, স্যোশাল মিডিয়ায় মাতৃত্বের অনুভূতি প্রকাশ স্বস্তিকার
আরও পড়ুন ….মিঠাই ও গাঁটছড়াকে কুপকাত করলো ফুলঝুরি! TRP লিস্টে শীর্ষ স্থান পেল ধুলোকণা

কিন্তু এইবার সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে গিয়েছে অভিনেত্রী নুসরত এর অন্তর্বাস পরিহিত ছবির কারণে। জানা গিয়েছে, সম্প্রতি টলিউডের এই সাংসদ অভিনেত্রী নুসরত জাহান তার অন্যতম সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে পাটায়া তে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ছুটি কাটানোর কিছু মুহূর্ত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান একটি নীল সাদা রঙের পালাজো এবং তার সঙ্গে কমলা রঙের অন্তর্বাস পরিহিত অবস্থায় রয়েছেন। এই ছবি দেখা মাত্রই রীতিমতো কটূক্তি করতে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

আরও পড়ুন ….শ্রাবন্তীর পরিবারে এলো নতুন সদস্য, খুশির আনন্দে ভেসে পরিচয় করিয়ে দিলেন খোদ অভিনেত্রী নিজেই

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্ট বক্সে অনেকে আবার কটূক্তি করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তিনি বসিরহাটের কলঙ্ক। তবে শুধু মাত্র একটা পোস্ট নয়, অভিনেত্রীর এই ভ্যাকেশনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর অভিনেত্রীকে ট্রোল করেছেন নেটিজেনরা। সম্প্রতি পবিত্র ঈদের মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তাকে ঘিরেও নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরতকে। তবে পোশাক নিয়ে সমালোচকদের যাই মতামত থাকুক না কেন, অভিনেত্রীর জীবন যাপন দেখে মনে করা হচ্ছে যে তিনি এই সমস্ত কটূক্তিকে পাত্তা দেন না। তার মতে যে যাই বলুক না কেন তিনি চলেছেন তার নিজের ছন্দে।




Leave a Reply

Back to top button