“অর্থনৈতিক অনটনের জেরে বিষণ্ণ থাকত!” Pallavi Dey রহস্যমৃত্যুর পর্দা সরালেন তাঁর প্রেমিক

জয়িতা চৌধুরি, কলকাতাঃ অভিনেত্রী পল্লবী দে –র ( Pallavi Dey ) বয়স ছিল মাত্র ২৫ বছর। হাওড়ার বাসিন্দা পল্লবী রুপোলী পর্দায়ে নিজেকে প্রতিস্থিত করতে এসেছিলেন কলকাতায়ে। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন দর্শকমহলে। বর্তমানে পল্লবী অভিনয় করছিলেন ‘মন মানে না’ ধারাবাহিকে। সেখানেও তিনি তিনি পান মূল চরিত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে কলকাতার গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তার দীর্ঘ দিনের প্রেমিক সাগ্নিকই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ও প্রতিবেশীদের জানান। সাগ্নিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। দু’জনে একই ফ্ল্যাটে। পুলিশ সূত্রে আরও জানা যায় দেহ উদ্ধারের সময়ে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল অভিনেত্রীর। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে পল্লবীর পরিবার। কিন্তু অভিনেত্রী এমন মৃত্যু কেন হলো? প্রশ্নের মধ্যেই উঠে আসছে তাঁকে নিয়ে আরও জল্পনা। প্রশ্ন উঠছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি এই মৃত্যু?

pallavi dey feature

পল্লবীর পরিবারের সদস্যরা দাবি করছেন, সাগ্নিক দিনকয়েক আগে অন্য কাউকে বিয়ে করে ফেলেছিলেন। সে কথা পল্লবী যখন জানতে পেরেন অশান্তি শুরু হয় দুজনের মধ্যে। সাগ্নিকের বিরুদ্ধে মারধরের অভিযোগও উঠে এসেছে পল্লবীর পরিবারের পক্ষ থেকে। তবে সাগ্নিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পুলিশকে জানিয়েছেন, আর্থিক কারণেই প্রবল চিন্তিত ছিলেন অভিনেত্রী। গাড়ি-সহ একাধিক জিনিস ইএমআই-তে কিনেছিলেন পল্লবি। কিন্তু তেমন কোনও কাজ পাচ্ছিলেন না সিরিয়ালে। তাই ইএমআই কীভাবে শোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি বারবার পল্লবীকে বোঝানের চেষ্টা করেছেন বলেও দাবি করেন সাগ্নিক।

pallavi dey boyfriend
ইতিমধ্যেই সাগ্নিকের বয়ান যাচাই করা শুরু করেছেন গরফা থানার পুলিশ। পল্লবীর মৃত্যুর সম্ভব্য যে সময় সাগ্নিক পুকিশকে জানিয়েছেন, তা ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেই সূত্রের খবর । আপাতত অস্বাভাবিক মৃত্যুরই তদন্ত করছেন পুলিশের একটি দল। পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠলে বা ময়নাতদন্তের রিপোর্টে সন্দেহজনক তথ্য উঠে আসলে তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার পল্লবির পরিবারকে।

আরও পড়ুনঃ শ্রীলেখার অনবদ্য সাফল্যে গর্বিত সুবর্ণলতা! সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা অভিনেত্রী অনন্যার

পল্লবীর পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাদের মেয়েকে। যদিও নির্দিষ্ট কোনো নাম তাঁরা বলতে চাননি। অপেক্ষা করছেন ময়নাতদন্তের রিপোর্টের জন্য। দর্শকমহলে বেশ জনপ্রিয় পল্লবি এর আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছিলেন। ‘কুঞ্জছায়া’ নামে আর একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তার কাজ গুলির সর্বাধিক জনপ্রিয় ‘আমি সিরাজের বেগম’ ( Ami Sirajer Begum )। ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘দ্য শো মাস্ট গো অন’!পায়ে ব্লাড ক্লট নিয়েও হাসিমুখে ‘মিঠাই’-এর শ্যুটিং সৌমিতৃষার




Leave a Reply

Back to top button