এ যেন কলির কেষ্ট! সাধারণের একজনই জোটে না আর ডক্টর সূ্র্য সেনের জীবনে চার সুন্দরী

অনীশ দে, কলকাতা: একসময় পর্যন্ত বাংলা ধারাবাহিকে গল্পের গরু গাছে উঠত। আজকাল সেই বিষয়ে খানিকটা রাশ টানা গেলেও তা পুরোপুরি শেষ হয়নি। মাছ এবং ভাত ছাড়া বাঙালির দৈনন্দিন জীবনের অন্যতম অংশ সিরিয়াল। দিন দিন ধারাবাহিকের চাহিদা বেড়েই চলেছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধারাবাহিকের সংখ্যা। দর্শকদের চাহিদা মেটাতে একের পর এক নতুন ধারাবাহিক তাদের উপহার দিচ্ছে চ্যানেলগুলি।

নতুন ধারাবাহিকের বিষয়বস্তুর তারতম্যে খুশি দর্শকরা। প্রত্যেক ধারাবাহিকের রয়েছে ভিন্ন স্বাদ, ভিন্ন গল্প। ভারতে ওটিটি পদার্পণের পর ধারাবাহিকের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টেছে দর্শকদের। কারণ ওটিটি-তে তৈরি ওয়েব সিরিজ মানে ও গুনে ধারাবাহিকের তুলনায় অনেক উন্নত। সেই কথা মাথায় রেখে প্রত্যেক সিরিয়ালে কিছু নতুনত্ব নিয়ে আসছেন নির্মাতারা। ধারাবাহিকের কেন্দ্রীয় নারিচরিত্রের নানা প্রকরণ ধারাবাহিকের মান বাড়িয়ে তুলছে কয়েকগুন।

anurag

কিছুদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের মূলমন্ত্র ‘রূপ নয় গুণেই মানুষের আসল পরিচয়’। ধারাবাহিকের মূল চরিত্র সূর্য এই কথাই নিজে মেনে চলে। তাই প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলে দিপাকে। দিপাকে সে বিয়ে করলেও তার পিছনে পড়ে রয়েছে একাধিক মেয়েরা। সিরিয়ালের প্রাক্কালে আমরা দেখতে পাই দিপার সৎ বোন উর্মি ভালোবেসে ফেলে সূর্যকে (Anurager Chhowa)।

anurager chowwa

অন্যদিকে কয়েকদিন আগেই ধারাবাহিকে সংযোজন হয়েছে নতুন চরিত্র মিশকা। সবার সামনে সূর্যকে নিজের বেস্টফ্রেন্ড বললেও মিশকা তাকে খুব ভালোবাসে। কিন্তু সূর্যের কাছে তা এখনও অজানা। কিন্তু মিশকা যে একজন মানসিক রোগী। এমনকি মিশকার কালো দিক উঠে এসেছে সামনে। দিপার আগে সূর্যর আরেকজন প্রেমিকা ছিল, রিয়া। কিন্তু তাকে গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলে মিশকা (Anurager Chhowa)।
আরও পড়ুন:সর্ব সম্মুখেই ডোনার সঙ্গে প্রেমে মেতেছেন সৌরভ! দাদাগিরি’র মঞ্চে জড়িয়ে ধরে চলল কোমর দোলানো
এই ধারাবাহিকের নায়কের কম করে চারজন প্রেমিকা। সূর্য যদিও দিপাকে ভালোবাসে বলেই জানত সমস্ত দর্শক। কিন্তু পরে জানা যায় সে রিয়াকেও ভালোবাসত। যা নিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে তুমুল ট্রোল। সোশ্যাল মিডিয়াতে একের পর এক মিম তৈরি হচ্ছে সূর্যকে নিয়ে। এমনকি বলিউড ছবি কিস কিসকো প্যার কারু ছবির পোস্টারে অনুরাগের ছোঁয়া কলাকুশলীদের মুখ বসিয়ে তৈরি হয়েছে মিম। যা দেখে হাসির ফোয়ারা ছুঁয়েছে নেট পাড়ায়।




Leave a Reply

Back to top button