ফেলুদার ভিলেন বাহুবলীর অভিনেতা! সন্দীপের ‘নয়ন রহস্যে’ বিরাট চমক

আশায় বুক বাঁধছেন বাঙালি দর্শক। পর্দায় মারকাটারি দৃশ্য দেখার অপেক্ষায় ধৈর্য আর বাঁধ মানছে না।

বাহুবলী ছবির ‘কালকেয়’কে মনে আছে নিশ্চয়। মাহিষ্মতি সাম্রাজ্য আক্রমণ করেন এই যোদ্ধা। বীর বিক্রমে যুদ্ধ করে শেষ বাহুবলীর হাতে পরাস্ত হন। এবার সেই কালকেয়-এর ভাইয়ের চরিত্রে অভিনয় করা চরণদীপ সুরেননিকে দেখা যাবে সন্দীপ রায়ের ফেলুদায়। এই ঘোষণার পর থেকেই আশায় বুক বাঁধছেন বাঙালি দর্শকরা। পর্দায় মারকাটারি দৃশ্য দেখার অপেক্ষায় ধৈর্য আর বাঁধ মানছে না।

নতুন ফেলুদা নিয়ে আসছেন সন্দীপ রায়। নাম ‘নয়ন রহস্য’। ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। জটায়ুও একই। তবে ভিলেন নতুন। আর এখানেই চমক। ‘নয়ন রহস্য’ গল্পে এক বিরাটদেহী গুন্ডার ছবি এঁকেছিলেন সত্যজিৎ রায়। যাকে দানব বললেও কম বলা হয়। সেই গুন্ডা এক বগলে লালমোহনবাবু আর অন্য বগলে নয়নকে বগলদাবা করে দৌড়চ্ছে। এই ভয়ঙ্কর গুন্ডার চরিত্রের জন্যই বাছা হয়েছে চরণদীপ সুরেননিকে।

Feluda,Sandip Ray,Tollywood,Bahubali,Nayan Rahasya,Charandeep Surenni

বাহুবলী’ ছবিতে কালকেয়র রাজার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন চরণদীপ। যদিও ছবিতে তাঁর চরিত্র খুবই ছোট ছিল। বেশি ক্ষণ পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু তার পরেও বিরাট চেহারার কারণে নজর কাড়েন তিনি। আপাতত তাঁকেই পিশালবপু খলনায়কের চরিত্রের জন্য পছন্দ করেছেন সন্দীপ রায়। সব ঠিকঠাক থাকলে তাঁকেই দেখা যাবে পর্দায়।

তবে এই বিষয়ে মুখ খোলেননি সন্দীপ রায়। প্রয়োজকও কিছু জানাননি। ‘নয়ন রহস্যে’ চরণদীপের অভিনয়ের সবটাই সংবাদমাধ্যম সূত্রে খবর। এখন এটা নিছকই জল্পনা নাকি সত্যি খবর, শুটিং শুরু হলেই তা পরিস্কার হয়ে যাবে। আসলে রহস্য রোমাঞ্চ সিরিজ নিয়ে একটু রহস্য জিইয়ে রাখতে চাইছেন পরিচালকও। তাই ছবি মুক্তির দিনক্ষণও প্রকাশ করতে চাননি সত্যজিৎ-পুত্র।

আপাতত যা জানা গেছে, ফেলুদা, জটায়ু এবং তপসে একই থাকছে। বাকি অভিনেতা অভিনেত্রী বাছাইয়ের কাজ চলছে। খলনায়ক চরিত্র নিয়ে সংশয় ছিল। সেটাও মিটে গেছে বলে জানা যাচ্ছে। এই ছবির ড্রেস ডিজাইনার হিসেবে কাজ করছেন সন্দীপের স্ত্রী ললিতা। পুত্র সৌরদীপ বাবার সহকারী পরিচালক হিসেবে থাকছেন।




Leave a Reply

Back to top button