Casting Couch in Tollywood: নতুন করে ময়দানে ফিরেও ছাড় পাননি অনন্যা, ফের কাস্টিউ কাউচের হয়রানির শিকার অভিনেত্রী

প্রত্যুষা সরকার, কলকাতা: সমাজের একমুখী ক্ষমতার গতিশীলতা এবং কাঠামোর সাথে, যৌন হয়রানির মতো ঘটনাগুলি ব্যাপক হারে বেরে চলেছে। সিনেমা জগতে প্রায় শোনা যায় কাস্টিং কাউচ ( casting couch in tollywood ) – এর কথা। এর মধ্যে কিছু সামনে আসে আবার কিছু আরালেই থেকে যায়। তবে বলিউডে এই নিয়ে প্রতিবাদ গড়ে ওঠার পর টলিউডেও এই নিয়ে মুখ খলেছে অভিনেতা অভিনেত্রীরা। এবার এই নিয়ে মুখ খুললেন টলিউডের অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। ৬ বছর পর অভিনয়ে ফিরেই কাস্টিং কাউচ- এর সম্মুখীন হলেন অনন্যা চট্টোপাধ্যায়।
অনস্ক্রিন কাস্টিং কাউচ- এর শীকার হতে হলো অনন্যা চট্টোপাধ্যায়কে
এবার অনস্ক্রিন কাস্টিং কাউচ ( casting couch in tollywood )- এর শিকার হতে হলো অনন্যা চট্টোপাধ্যায়কে। বহুদিন পর তণ্বী চৌধুরীর তথ্যচিত্র ‘ দ্য বেঙ্গল লাইমলাইন ‘ অভিনয়ের মাধ্যমে ফের টলিউডে ফিরছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এই তথ্যচিত্রে অনন্যার চরিত্রের নাম ‘ সহজ ‘৷ অনস্ক্রিনে অনন্যাকে কু- প্রস্তাব দিচ্ছেন অনিমেষ বাপুলি, যিনি সত্যি একজন টলিউডের কাস্টিং ডিরেক্টর।
আরও পড়ুন: স্মরণে ‘শ্রীদেবি’,মায়ের স্মৃতিচারণায় কন্যা জাহ্নবী কাপুর