Casting Couch in Tollywood: নতুন করে ময়দানে ফিরেও ছাড় পাননি অনন্যা, ফের কাস্টিউ কাউচের হয়রানির শিকার অভিনেত্রী

প্রত্যুষা সরকার, কলকাতা: সমাজের একমুখী ক্ষমতার গতিশীলতা এবং কাঠামোর সাথে, যৌন হয়রানির মতো ঘটনাগুলি ব্যাপক হারে বেরে চলেছে। সিনেমা জগতে প্রায় শোনা যায় কাস্টিং কাউচ ( casting couch in tollywood ) – এর কথা। এর মধ্যে কিছু সামনে আসে আবার কিছু আরালেই থেকে যায়। তবে বলিউডে এই নিয়ে প্রতিবাদ গড়ে ওঠার পর টলিউডেও এই নিয়ে মুখ খলেছে অভিনেতা অভিনেত্রীরা। এবার এই নিয়ে মুখ খুললেন টলিউডের অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। ৬ বছর পর অভিনয়ে ফিরেই কাস্টিং কাউচ- এর সম্মুখীন হলেন অনন্যা চট্টোপাধ্যায়।

অনস্ক্রিন কাস্টিং কাউচ- এর শীকার হতে হলো অনন্যা চট্টোপাধ্যায়কে

 

এবার অনস্ক্রিন কাস্টিং কাউচ ( casting couch in tollywood )- এর শিকার হতে হলো অনন্যা চট্টোপাধ্যায়কে। বহুদিন পর তণ্বী চৌধুরীর তথ্যচিত্র ‘ দ্য বেঙ্গল লাইমলাইন ‘ অভিনয়ের মাধ্যমে ফের টলিউডে ফিরছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এই তথ্যচিত্রে অনন্যার চরিত্রের নাম ‘ সহজ ‘৷ অনস্ক্রিনে অনন্যাকে কু- প্রস্তাব দিচ্ছেন অনিমেষ বাপুলি, যিনি সত্যি একজন টলিউডের কাস্টিং ডিরেক্টর।

আরও পড়ুন: স্মরণে ‘শ্রীদেবি’,মায়ের স্মৃতিচারণায় কন্যা জাহ্নবী কাপুর

একটি শহরের মেয়ের গল্প নিয়ে ‘দ্য বেঙ্গল লাইমলাইন’

ছবিটি একটি শহরের মেয়ের গল্প। নাম ‘ সহজ ‘ হলেও জীবনটা বড়ো কঠিন। সে রোজ অভিনয় করার স্বপ্ন নিয়ে যাতায়াত করে টালিগঞ্জে। এই ছবি নিয়ে এক সংবাদমাধ্যমে তার এক সাক্ষাৎকারে তাকে কাস্টিং কাউচ নিয়ে জিজ্ঞাসা করায় তিনি জানান কাস্টিং কাউচ- এর কথা তিনি অনেক বার শুনে থাকলেও তার সাথে কখন এরকম ঘটনা ঘটেনি। তবে কাস্টিং ডিরেক্টর অনিমেশ বাপুলি এবং পরিচালক তণ্বি অবশ্য জানিয়েছে, কাস্টিং কাউচ ( casting couch in tollywood ) নিয়ে অনেক ঘটনায় শুনেছেন তারা। পরিচালক আরও জানিয়েছেন, টলিউডের বেশ কয়েক জন অভিনেত্রী গোপনে এই নিয়ে মুখ খুললেও সামনাসামনি বলতে সাহস পাচ্ছেন না তারা। এবার সেই সব নাড়ির গল্প বড়ো পর্দায় তুলে ধরতে আসছে ‘ সহজ ‘। বাংলা ধারাবাহিকের নবীন থেকে প্রবীণ, স্বাভাবিক এবং রূপান্তরকারি নারী সকলকে এক ছাদের দলায় একফ্রেমে ‘ দ্য বেঙ্গল লাইমলাইন ‘ আনতে চলেছেন পরিচালক তণ্বী।

আরও পড়ুন: Jisshu Sengupta: ওটিটি প্ল্যাটফর্মে কেন নেই বাঙালি অভিনেতাদের দাপট, নেপথ্য রহস্য নিয়ে মুখ খুললেন যীশু




Leave a Reply

Back to top button