বুড়ো বয়সে ভীমরতি! ঠাম্মিকে ছেড়ে পুরানো প্রেমিকার সঙ্গে প্রেমে মজে উঠলেন মিঠাইয়ের দাদাই

আবারও নতুন চরিত্রের প্রবেশ মিঠাই-তে। দাদাই-এর নতুন বান্ধবীর ভূমিকায় এলেন বৈশাখি মার্জিত। ‘গোপাল হেলেপ’! এবার তো মনোহরায় শুরু হতে চলেছে কুরুক্ষেত্রের যুদ্ধ। আসন্ন এপিসোডের প্রোমো দেখে তেমনটাই ধারণা হচ্ছে অনেকের।
উল্লেখ্য গত কয়েকদিনে মিঠাই সিরিয়ালে এন্ট্রি নিচ্ছে একের পর এক নতুন চরিত্র। ভাবনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই শো-এর অংশ হয়েছেন। এবার মিঠাই’তে আরও এক নতুন অভিনেত্রীর আগমন। দাদাইয়ের ‘গার্লফ্রেন্ড’ ললিতার আগমন মনোহরায়! ‘এবার দাদাইকে নিয়েও ত্রিকোণ প্রেম’ হবে শুরু। সেই ভেবেই হেসে খুন হচ্ছেন মিঠাইয়ের সকল ভক্তরা। পাশাপশি আগামিকাল টিআরপি রিপোর্ট হাতে আসার আগেই মিঠাইতে এল জব্বর ধামাকা। মিঠাই’-এর নতুন প্রোমো কেন আনছে না চ্যানেল সেই নিয়ে অভিযোগ করেছেন মিঠাই ফ্যানেরা। এর মাঝেই আজ (বৃহস্পতিবার) দাদাইয়ে গার্লফ্রেন্ড ললিতার আগমন ঘটবে। সেই দিনের ঝলক বলছে, ললিতা এসেছে দাদাইকে জড়িয়ে ধরবে। তা দেখে ঠাম্মির চোখ ছানাবডা হয়ে রেগে যাবেন।
ললিতার ভূমিকায় দেখা যাবে বৈশাখী মার্জিতকে। দীর্ঘ সময় পর টেলিভিশনের পর্দায় ফিরলেন অভিনেত্রী। খুব সম্ভবত তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালে। ফ্যানপেজ গুলো ললিতাকে নিয়ে অনেক উচ্ছসিত। দেখা যাক আজকের পর্বে কী হতে চলেছে এই ত্রিকোণ প্রেম নিয়ে।