বুম্বাদা এবং শ্রাবন্তীর মধ্যে মিল কোথায়? বং গাইয়ের প্রশ্নে মারমুখী হয়ে ওঠলেন দেব

অনীশ দে, কলকাতা: বাংলার দর্শকদের স্বাদ পাল্টাতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে দেব (Dev)। এবার তাঁর এই পথের সঙ্গী স্বয়ং টলিউড অর্থাৎ বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে জুটি বেঁধে কাছের মানুষ (Kacher Manush) ছবিতে অভিনয় করতে চলেছেন দেব। এই ছবির প্রযোজকও তিনি। আর দেবের প্রযোজনা মানেই নতুনত্ব। বিশেষ করে প্রচারের ক্ষেত্রে একাধিক নয়া পন্থা অবলম্বন করে থাকেন তিনি। বাংলায় ইউটিউবের মাধ্যমে ছবি প্রচার সর্ব প্রথম শুরু করেছিলেন দেব (Dev)। আর এইবার বাংলার সেরা ইউটিউবার কিরণ দত্তের সঙ্গে রাস্তায় ব্লগ করলেন দেব এবং কাছের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কয়েকদিন আগেই কিরণ দত্ত (Bong Guy) দেব আর প্রসেনজিৎকে আহ্বান করে কলকাতার রাস্তায় ব্লগ করার জন্য।
কলকাতার বাস অটোতে চেপে ছবির প্রমোশন সারলেন দেব এবং বুম্বাদা। কলকাতার রাস্তায় দাড়িয়ে চা খেলেন দু’জনে। বলাই বাহুল্য, কিরণ দত্তের প্রতি কোথায় থাকে কৌতুক। আর সারা রাস্তা জুড়ে কিরণ দেব এবং বুম্বাদার সঙ্গে চুটিয়ে মজা করেছে। বাসে অটোতে সাধারন মানুষ যখন দেব এবং প্রসেনজিতের সঙ্গে ছবি তুলতে যান, তখন কিরণ তাদের থেকে ২০ টাকা পর্যন্ত চেয়ে বসেন। তবে সবচেয়ে মজার ব্যাপার তখনই ঘটে যখন ওঠে বুম্বাদার বিয়ের প্রসঙ্গ। ১৫ মিনিটের এই দীর্ঘ ভিডিয়ো লগে দেব এবং প্রসেনজিৎ নিজের জীবনের নানা ওঠা পড়া সম্পর্কে আলোচনা করেন।
কীভাবে একজন সফল অভিনেতা হয়েও দেবকে কেউ মাথা গোঁজার জায়গা দেয়নি, কীভাবেই বা প্রসেনজিৎ ধরে রেখেছেন তাঁর বয়স? এই সমস্ত আলোচনার মাঝেই হটাৎ বং গাই দেবকে জিজ্ঞাসা করেন, বুম্বাদা এবং শ্রাবন্তীর মধ্যে মিল কোথায়? এই কথা শুনেই হাসিতে ফেটে পড়েন দেব। কিরণের পিঠ চাপড়ে দেন দেব। আর তারপরেই কিরণ সেই প্রশ্নের উত্তর দেব, ‘দু’জনেরই পদবী চ্যাটার্জি’। আর এই শুনেই ছোটে হাসির ফোয়ারা। তবে এই প্রশ্নের মাধ্যমে কি কিরণ প্রাথমিক ভাবে বোঝাতে চেয়েছেন যে দুই তারকার তিনটে বিয়ে? অবশ্য এই ভিডিয়োর নিচে বুম্বাদা অনুগামীরা তাঁকে অনিল কাপুরের সঙ্গেও তুলনা করেছেন।
অটোতে চড়ার সময় কিরণের টলিউড ডেবিউ নিয়েও কথা বলেছেন দেব এবং বুম্বাদা। দেব বলেন, ‘শোনা যাচ্ছে, তুই নাকি বলেছিস আর সিনেমায় অভিনয় করব না, আমার ইউটিউবই ঠিকাছে?’, এছাড়াও তিনি বলেন, ‘কলকাতা চলন্তিকায় তো দারুন অভিনয় করেছিলি আর তোর সংলাপ গুলো শোনার মতো ছিল’। উল্লেখ্য, কলকাতা চলন্তিকা ছবিতে অভিনয় করলেও কিরণের মুখে সংলাপ প্রায় নেই বললেই চলে। প্রচারের কেন্দ্রবিন্দুতে কিরণকে রাখলেও ছবিতে যে তাঁর গুরুত্ব তেমন ছিল না, তা আর বলার অপেক্ষা রাখে না।