সত্যজিৎ এর একটা ছবিও পছন্দের নয়! বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্কে ‘গান্ডু’ পরিচালক

মন্টি শীল, কলকাতা : বাংলা তথা বাঙালির বিনোদন এর নাম উচ্চারণ করতেই প্রথমে যার নাম উঠে আসে তিনি হলেন বাংলা তথা ভারতবর্ষের কিংবদন্তি অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়। না জানি কতই না বাঙালির অজানা আবেগ জড়িয়ে রয়েছে এই কিংবদন্তি পরিচালক এর সিনেমাকে জুড়ে। আজ ২ রা মে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবস। জন্মদিবসের এত গুলো বছর পরেও এই কিংবদন্তি বাংলা ও বাঙালির মনে আজও একই রকম ভাবে প্রাসঙ্গিক। বর্তমানে আধুনিক যুগের সিনেমাতেও এই প্রবাদপ্রতিম পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
তবে একজন পরিচালক আছেন যিনি মনে করেন, বাংলা সিনেমা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার নাম হল সত্যজিৎ রায়। বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে, ইনি হলেন পরিচালক কিউ (Q) ওরফে কৌশিক মুখার্জি। বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সম্পর্কে এরূপ সোজাসাপটা মন্তব্য তিনি এর আগেও করেছেন। করেছেন অশালীন শদ্বের প্রয়োগও। আর এই সব কাজ করে পার পাননি পরিচালক নিজেও। কিংবদন্তি পরিচালক এর সম্পর্কে এরূপ মন্তব্য করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। কিন্তু তাতে আর কি এসে যায়।
আরও পড়ুন ….তলানিতে TRP, শেষ হতে চলল সর্বজয়া, হার মানতে হল জাতীয় পুরস্কারজয়ী দেবশ্রী রায়কেও
আরও পড়ুন ….রাজ-শুভশ্রীর সুখের সংসারে অশান্তি! ছেলে ইউভানকে নিয়েই ঝগড়া দম্পতির
সেই সমস্ত নিন্দাকে বিশেষ একটা গায়ে মাখেননা তিনি। সম্প্রতি এই পরিচালক প্রকাশ্যে মন্তব্য করে বলেছেন, ‘তিনি টিপিক্যাল বাঙালির মতোন করে বেচে থাকতে পারবেন না। যার ফলে তাকে অনেক জায়গায় গালাগাল পর্যন্ত খেতে হয়েছে।’ তিনি কিংবদন্তিকে উদ্দেশ্য করে বলেছেন, সত্যজিৎ রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেও কিন্তু তাঁরই চরিত্রে অভিনয় করেছেন কিউ। সম্প্রতি অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত সিনেমা অভিযান এ পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এই চরিত্রে অভিনয় করার আগে রীতিমতো পড়াশোনা করে নামতে হয়েছিল তাকে।
আরও পড়ুন ….এ যেন গুগলির গোলক ধাঁধা ! মহারাজের প্রশ্নে চরম লজ্জিত দেব-রুক্মিণী
যদিও পরিচালক কৌশিক মুখার্জি বলেছেন, কিংবদন্তির ১০১ তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে মাতামাতি করা একদম পছন্দ নয়। কারণ তার মতে পরিচালক জীবিত অবস্থায় পরিচালক এর সিনেমা কেউ দেখেননি, আর মৃত্যুর পরে তার কাজ স্বীকৃতি পেয়েছে। কিউ বলেন, বাংলা সিনেমা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল সত্যজিৎ রায়। কারণ, দেশ ও বিদেশে এমন বহু পরিচালক রয়েছেন যারা সত্যজিৎ রায়কে দেখে বড় হয়েছে। কিন্তু তাকে ভগবানের আসনে বসাননি। তার মূলত বক্তব্য, তার ক্লাসিকাল ছবি পছন্দ নয় তথাপি সত্যজিৎ রায়ের কোনও সিনেমাই তার পছন্দ নয়। তার মতে বিতর্ক হলে তিনি তার বক্তব্যে স্পষ্ট।