সকল নারীর মধ্যেই দুর্গার বাস ! মুক্তি পেল “ওরা সবাই দুর্গা”

কথাতেই আছে যে মাতৃরূপে সন্তানকে আগলে রাখে তেমনি সে সংসারকে রক্ষা করতে অসুরকে বিনাশও করতে যুগে যুগে মা দুর্গার রূপও নিয়ে থাকে।

কলকাতা : কথাতেই আছে যে মাতৃরূপে সন্তানকে আগলে রাখে তেমনি সে সংসারকে রক্ষা করতে অসুরকে বিনাশও করতে যুগে যুগে মা দুর্গার রূপও নিয়ে থাকে।

আজ মুক্তি পেলো সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত ১০ জন বিশেষ কর্মক্ষেত্রে যুক্ত মহিলাদেরকে নিয়ে মিউজিক ভিডিও “‘ওরা সবাই দুর্গা”। কাজটির জন্য বেছে নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন স্তরের দশ জন নবাগতাকে।

পরিচালক শান্তনু নন্দীর এই মিউজিক ভিডিওতে ধরা পড়েছে এমন কতজন মাতৃরূপে মা দুর্গার কথা যেখানে এমন কিছু পেশার নারীদের তুলে ধরা হয়েছে যারা সকলেই নিজ নিজ ভূমিকায় হয়ে উঠেছেন মা দুর্গা। রাহুল প্রোডাকশনসের নিবেদন, ‘ওরা সবাই দুর্গা’। মূল ভাবনা অমিত দাস ও শান্তনু নন্দীর। সঙ্গীত প্রতীক কুণ্ডুর। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা শান্তনু নন্দীর।




Leave a Reply

Back to top button