নকল বিয়ে কিন্তু ভুরিভোজ আসল! রাহুল-রুকমার রিসেপশনের মেনু দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বিয়ে নকল হোক। বা হতেই পারে টেলিপর্দার বিয়ে! মালা বদল থেকে সাত পাকে বাঁধা সহ সিঁদুরদান- সবটাই শুধুমাত্র ক্যামেরার খাতিরে অভিনয়ের জন্য। তবে নকল বিয়ে হলেও আসল ভুরিভোজ হলে তো কোনো ক্ষতি নেই। আবারও মিথ্যে সাতপাক ঘুরলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায় ! অর্থাৎ পর্দায় যাদের নাম যথাক্রমে বিক্রম-অনামিকা। জি বাংলার ধারাবাহিকর ‘লালকুঠি’ সেটে হল এই বিয়ের মহাভোজের আয়োজন।

img 20220618 135925

বিশেষ ভাবে উল্লেখ্য কী কী ছিল তালিকায় তা বলতে গেলে একটা লম্বা লিস্ট আলোচনা করতে হবে। কারণ আদতেই প্রশ্নটা হওয়া উচিত মেনুতে কী কী ছিল না! প্রথমে ছিল নানা রকমের পানীয় এর সমাহার । যা দিয়ে অতিথি আপ্যায়ন হয়েছে। এর পরেই একের পর এক চিকেন রেশমি কবাব, ফিশ ফিঙ্গার, পনীর টিক্কা, হরাভরা কবাব এসেছে। শেষ হয়নি এখনও। মৎস্যপ্রেমীদের জন্য ছিল ধোঁয়া ওঠা ফিশ ফ্রাই, কবিরাজি কাটলেট।অতিথিদের পাতে ছিল কড়াইশুঁটির কচুরি, তাওয়া লচ্ছা পরোটা, গার্লিক নান।

ছিল স্টাফড আলুর দম সাথে আফগানি মটম কিমা,ছিল মটন বিরিয়ানি সাথে চিকেন চাপ, বাসন্তী পোলাও, কড়াই পনীর, নবরত্ন কোর্মার মতো প্রচুর পদ। বাঙালির প্রিয় চাটনি আর পাঁপড় ভাজা কিন্তু বাদ পড়েনি মেনু থেকে।

উল্লেখ্য শেষ পাতে মিষ্টিমুখের জন্য ছিল বেকড দই, গরম জিলিপির সঙ্গে রাবড়ি, মিহিদানা টার্ট, চকো মাড পাই, নলেন গুড়ের আইসক্রিম। এত আইটেমের সমাহারে বোঝাই যায়নি বিয়েটা আসল না নকল । সব মিলিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছে লালকুঠীর এই বিয়ে পর্বের ধারাবাহিক। যা নেটিজেনদের মনকে আরো উৎসাহিত করেছে।

 

 

 




Leave a Reply

Back to top button