সেরার সেরা বঙ্গতনয়া, পরপর তিন বার ব্ল্যাক লেডি জিতে আত্মহারা বং ক্রাশ জয়া আহসান

সিনে জগতে যুক্ত প্রত্যেকের কাছেই একবার হলেও স্বপ্ন থাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ( Joy Filmfare Awards Bangla 2021 ) ছুঁয়ে দেখার। সবাই চায় একবার হলেও এই পুরস্কার যেন হাতে পায়। ২০০৭ সাল থেকে ধুমধাম করেই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ( Joy Filmfare Awards Bangla 2021 )। এবারেও তার অন্যাথা হয়নি। টলিউডের সকল তারকাদের মহা সমাবেশের মধ্যে দিয়ে বেশ জমকালো আয়োজনের সাথে কলকাতার নামী হোটেলে অনুষ্ঠিত হল ২০২১ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ( Joy Filmfare Awards Bangla 2021 ) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এবারেও প্রতিবারের ন্যায় স্বমহিমায় উপস্থিত ছিলেন ওপারের বঙ্গতনয়া অভিনেত্রী জয়া আহসান। শুধু উপস্থিতই নয় সঙ্গে জয় করে নিয়েছেন ব্ল্যাক লেডি পুরস্কার। এই নিয়ে তিন বার ঘরে তুললেন ব্ল্যাক লেডিকে। এবারও সেরার সম্মান পেতে দেখে অনুরাগীরা অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে।
আরও পড়ুন…………‘জলসা’-য় অভিনয়ে না বিদ্যা বালানের, পরে ‘মায়া মেনন’ ভূমিকায় খুশি বিদ্যা
প্রসঙ্গত গত বছর মুক্তি পেয়েছিল অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’। এই ছবিতে অনবদ্য ও দুর্দান্ত অভিনয় করে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১'( Joy Filmfare Awards Bangla 2021 ) জিতে নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কেন্দ্রীয় ও সমলোচক উভয় বিভাগ থেকেই শ্রেষ্ঠ নায়িকার শিরোপা জিতেছেন তিনি। কলকাতার নামী পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেদিনই বিচারকেরা অভিনেত্রীর হাতে তুলে দেন ব্ল্যাক লেডি সম্মাননা। বলা বাহুল্য যে এই প্রথমবার তিনি ব্ল্যাক লেডি সম্মাননা পাননি। এর আগেও দু’বার তিনি এই সম্মাননা ( Joy Filmfare Awards Bangla 2021 )পেয়েছেন। ২০১৮ সালে ‘বিসর্জন’ ও ২০২০ সালে ‘রবিবার’ সিনেমার জন্য তখনও সেরা অভিনেত্রী মনোনীত হন ও ব্ল্যাক লেডির দখল নেন।
আরও পড়ুন…………একেবারে কোবরা নিয়ে খেলা, পরিণতি জানলে আঁতকে উঠবেন আপনিও
পর পর তিনবার ব্ল্যাক লেডিকে জয় করে আনন্দে আত্মহারা এই অভিনেত্রী ( Jaya Ahsan )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পুরস্কার পাওয়ার সমস্ত মুহূর্তগুলোকে তিনি শেয়ার করেছেন সেই সাথে তার অনুরাগীদের জানিয়েছেন প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ। অনুরাগীদের পাশে পাওয়ার জন্য তিনি তাদের কাছে চির কৃতজ্ঞতা শিকার করেছেন। ওপারের এই বঙ্গললনা অনেক আগেই এপারের অনুরাগীদের জন্য করে নিয়েছেন। তার অনবদ্য অভিনয়গুন ও বাচনভঙ্গি প্রতিবার তার অভিনয়স্বত্বাকে প্রমাণ করে দেয়।