প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’র পোস্টার, মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর

বড়দিনে আসছে রহমত- মিনির জার্নি, প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'-র পোস্টার

সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালনায় বড় পর্দায় ফের আসছে ‘কাবুলিওয়ালা'(Kabuliwala)। যেখানে নাম ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এবং ছোট্ট মিনির চরিত্রে দেখা যাবে ‘মিঠাই’-র মিষ্টি, অর্থাৎ শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)।  আগে সামনে এসেছিল চরিত্র লুক। এবার প্রকাশ্যে এল ছবি পোস্টার। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাবুলিওয়ালা'(Kabuliwala)-র সঙ্গে অনেকেরই নস্ট্যালজিয়া জড়িয়ে আসছে। এই ছোট গল্পটি প্রকাশিত হয় ১৮৯২ সালে । বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই এই গল্প অবলম্বনে ছবি তৈরি হয়েছে। তবে ১৯৫৬ পরিচালক তপন সিনহা (Tapan Sinha) পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। বহু বছর পর বড় পর্দায় ফের আসছে কাবুলিওয়ালা ও তার আদরের মিনির গল্প।

KABULIWALA,Mithun Chakraborty,Tollywood,Bangla cinema,Rabindra nath Tagore

বড়দিনে বড় চমক দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী। দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতে দর্শকদের মন জিতে, ‘কাবুলিওয়ালা’ অবতারে ফের পর্দায় আসছেন মহাগুরু। এ খবর নতুন নয়। নতুন খবর হল, সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টার। প্রথম ঝলকেই নজর কাড়ল মিনি ও রহমত। বরং বলা ভালো বাঙালির নস্ট্যালজিয়াকে উসকে দিলেন মিঠুন। মিঠুনকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ ছবিটি তৈরি করছেন পরিচালক সুমন ঘোষ। ছবি ঘোষণার পর থেকেই, মিঠুনের কাবুলিওয়ালা রূপ নিয়ে চর্চা ছিল গোটা টলিপাড়ায়। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। তার উপর বাঙালির কাছে ‘কাবুলিওয়ালা’ মানেই তপন সিনহার সাদা-কালো সিনেমা আর ছবি বিশ্বাসের স্মৃতি। সব মিলিয়ে বাঙালি যে অপেক্ষায় রয়েছে এই ছবির জন্য তা বলাই বাহুল্য। বড়দিনে মুক্তি পাবে এই মিঠুনের ‘কাবুলিওয়ালা’। আপাতত চলছে  শেষপর্যায়ের কাজ।

বাঙালির কাছে কাবুলিওয়ালা ও তার খোকি- এই অসমবয়সি বন্ধুত্বের গল্প এক প্রকার ছেলেবেলার নানা অনুভূতি ফিরিয়ে আনে। এই ছবিতে ফুটে উঠবে ১৯৬৫-এর কলকাতার চিত্র। মূল গল্পের সঙ্গে থাকবে বাস্তবিক প্রেক্ষাপটের মিশেল। গল্প বেশ কিছু পরিবর্তন করছেন পরিচালক। ছবি দেখলে সেগুলি স্পষ্ট হবে। তপন সিনহার ‘কাবুলিওয়ালা’-তে রহমতের চরিত্রে নজর কেড়েছিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। মিনির ভূমিকায় দেখা গিয়েছিল ঐন্দ্রিলা ঠাকুরকে। এই ছবিতে মিঠুন, অনুমেঘা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। ছবিতে মিনির মা সোহিনী  এবং বাবার চরিত্রে দেখা যাবে আবিরকে। ছবির প্রযোজনা করছে এসভিএফ ও জিও স্টুডিওজ। ছবিতে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘কাবুলিওয়ালা’-র জার্নি আরও আবেগময় করতে, এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাবুলিওয়ালা’।




Leave a Reply

Back to top button