শ্রীময়ীর দুনিয়ায় ছেলেকে ভুলেছে কাঞ্চন! মনে পড়তেই ‘ছেলেকে দেখব’ বলে হাইকোর্টে টোকা বিধায়কের

একবার ফের আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন তিনি । কাঞ্চন জানিয়েছেন, স্ত্রী পিঙ্কি নাকি তাঁকে তাঁর নিজের ছেলের সঙ্গে একবারও দেখা করতে দিচ্ছেন না। যদিও তাদের দুজনের বিচ্ছেদের মামলা চলছিলই। এবং তারপরই ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন। ২৮ জুন হবে এই অবমাননার মামলার শুনানি।
উল্লেখ্য বিধানসভায় যাওয়ার পথে এল অনলাইন পোর্টালের সাক্ষাৎকারে কাঞ্চন বলেছেন, ‘‘অনেক দিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে। সচরাচর আমি আদালতে যাই না। আজও যাই না। আমার উকিল আমার হয়ে সব কথা বলেছেন। ছেলেকে দেখতে পাই না। তাই বাবা হিসেবে কর্তব্যপালনে আদালতের দ্বারস্থ হয়েছি।’’এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদ চেয়ে তাঁরা দু’জনেই ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন আদালতের। তিনি বলেছেন, “ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টা একেবারেই তেমন নয়। এর বেশি এই মুহূর্তে আমি কিছু বলতেও পারব না। যা বলার দু’পক্ষের উকিল বলবেন। ছেলে আমার কাছেই থাকে। লেখাপড়াতেও খুব ভাল। ছবি, ধারাবাহিকের কাজ করেও ছেলেকে সময় দিই। নিজেই পড়াই।’’
বিশেষ ভাবে উল্লেখ্য কৃষ্ণকলি-খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সম্প্রতি কাঞ্চন মল্লিক। গত বছর শেষের দিক থেকে এমনই খবর ঘুরপাক খেয়েছিল রাজনীতি থেকে টলিপাড়ার বিভিন্ন মহলে। হয়েছিল প্রচুর সমালোচনাও। এই বিষয়ে একটি লাইভে মুখ খু্লেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করবেন, তা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে অনুরোধ, বিয়েটাকে যেন বেড়া হিসেবে ব্যবহার না করা হয়।”অন্য দিকে, শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কাঞ্চনের পরিবারের বহু দিনের সম্পর্ক। যার পাল্টা পিঙ্কির দাবি ছিল, শ্রীময়ীকে তিনি চেতলার বাড়িতে এক বারই দেখেছেন। পিঙ্কি তখন বলেন, “বিগত আট-নয় বছর স্বামীকে নিয়ে কখনও কিছু বলিনি। তবে এখন ধৈর্যের বাঁধ ভেঙেছে।’’