অষ্টমীর অঞ্জলী দিলেন কোয়েল
বাড়ির মেয়ে হয়না কোনদিন পর। পুজোর দিনে একসাথে সকলের সাথে অঞ্জলী সারলেন ।

কলকাতা : বনেদি বাড়ির পুজো দেখতে গেলে যেতেই হয় এখানে । বছরের পর বছর চলে আসছে এখানে একই প্রথায় পুজো । বাঙালির সবচেয়ে বড় উৎসবের মধ্যে বনেদি বাড়ি পুজো হয় দেখার মত । সেই তালিকাতেই রয়েছে মল্লিক বাড়িয়ে দুর্গাপুজো।
এই পুজো হয়ে থাকে জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের নিজস্ব বাড়িতে। সেখানেই দেখে মেলে বহু তারকাদের। আর উপস্থিত থাকেন স্বয়ং রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। বিয়ের পরও নিজ বাড়িতে এলে বাড়ির মেয়ে হিসাবেই করে থাকেন পুজোর সমস্তরকম আচার পালন।
আর এইবার পুজোতে অষ্টমীর অঞ্জলীও দিলেন কোয়েল মল্লিক। সেখানে তিনি তার বাড়ির সকলের সাথে মিলে অষ্টমীর অঞ্জলী দিয়ে সম্পূর্ণ করলেন মনস্কামনা। সাথে তিনি আরো জানিয়েছেন যে , তিনি প্রত্যেকবারই চান যাতে “মা যেনো সকলকে ভালো রাখেন,সুস্থ রাখেন আরে সাথে সবার যেনো পুজোর দিনগুলি অনেক আনন্দের সাথে কাটাতে পারে ।