কেন ইমরান হাসমির সঙ্গে কাজ করতে রাজি হননি কোয়েল? ছবির প্রস্তাব আসতে কী বলেছিলেন জানেন?
বহু বাঙালি অভিনেতাই দাপিয়ে অভিনয় করেছেন বলিউডে।

টলি থেকে বলি, এখন একটাই নাম সবার মুখে মুখে ঘুরছে, টোটা রায় চৌধুরি। দুর্গাপুজোর সিকোয়েন্সে বাঙালি অভিনেতার কত্থকে মুগ্ধ প্যান ইন্ডিয়া। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-ই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তবে শুধু টোটা নন, বহু বাঙালি অভিনেতাই দাপিয়ে অভিনয় করেছেন বলিউডে। সেটা রানি মুখার্জি, কঙ্কনা সেনশর্মা, হোন কিংবা পাতাললোকের হাতোড়া ত্যাগী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা দেব ডি-র চুন্নিলাল দিব্যেন্দু ভট্টাচার্য।
এ তো গেল সফল বাঙালিদের কথা। কিন্তু এমনও অনেকেই আছেন যারা সুযোগ পেয়েও বলিউডে অভিনয় করতে যাননি। সোজা কথায়, চাননি। কী, শুনে অবাক লাগছে তো? তবে এটাই সত্যি। এই তালিকায় প্রথমেই থাকবে কোয়েল মল্লিকের নাম। কেরিয়ারের শুরুতেই ইমরান হাসমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু রাজি হননি কোয়েল। বিপরীতে ইমরান হাসমি বলেই কী এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রঞ্জিত-কন্যা?
ইমরান হাসমি, বলিউডের হটস্টার। তিনি পর্দায় থাকা মানেই, উপচে পড়বে যৌন আবেদন। এমনই ইমেজ তৈরি হয়েছে তাঁর। তবে এই ইমেজের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছেন তিনি। অন্য ধারার ছবিতে কাজ করেছেন। যেমন গ্যাংস্টার। কিন্তু ইমরানের পুরনো ইমেজই দর্শক মনে তরতাজা। গ্যাংস্টার ছবিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানওয়াত। ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর বোল্ড লুক। কিন্তু অনেকেই জানেন না, সেই চরিত্র করার কথা ছিল কোয়েল মল্লিকের। তাঁর কাছেই গিয়েছিল প্রথম প্রস্তাব।
ছবির প্রস্তাবে রাজি হননি কোয়েল। পরিচালক, প্রযোজককে সাফ জানিয়ে দেন, যৌন আবেদন ভরা দৃশ্যে কাজ করার জন্য তিনি প্রস্তুত নন। কোয়েল প্রথম থেকেই নিজের কাজ নিয়ে সচেতন। তাই এই প্রস্তাব নিয়ে আর এগোননি তিনি। এরপরই তাঁর জায়গায় বলিউডে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়। সেরা ডেবিউ মহিলা চরিত্রের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন কঙ্গনা।
অনেকেরই ধারণা বলিউডে কাজ করার ইচ্ছে ছিল কোয়েলের। এটা স্বাভাবিক। কিন্তু বিপরীতে ইমরান হাসমি থাকাতেই সেটা সম্ভব হয়নি। যদিও কোয়েল এই নিয়ে মুখ খোলেননি কোনওদিন। ইমরান হাসমির সঙ্গে কাজ করতে চান না, এমন কথাও বলেননি। তবে তাঁর ‘যৌন আবেদনময় দৃশ্যে সাবলীল নয়’ বক্তব্য থেকে দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয় না।