প্রেম করতে চেয়েছিলেন এক চিকিৎসকের সঙ্গে! জানেন কি মিঠাইরাণীর এই গোপন তথ্য

সৌমিতৃষা কুণ্ডু নামটা বললেই এক ধাক্কায় চিনে নেবে অনেক কেউ। সিরিয়ালপ্রেমীদের মাঝে বেশ পরিচিত এই নাম। যদিও সৌমিতৃষার পর তার আরেকটি নাম হয়েছে ‘মিঠাই’ । এই নামেই দর্শক মহলে জনপ্রিয় তিনি। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতে থাকলেও বলাই বাহুল্য জি বাংলার মিঠাই তাঁকে খ্যাতির চূড়ায় তুলেছে। বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সৌমিতৃষা।
উল্লেখ্য তাঁর বয়স মাত্র ২২ বছর। এই বয়সে যে সাফল্য সৌমিতৃষা পেয়েছেন তা সত্যিই ভাবনার বিষয়। এবং সবটা নিজের পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছেন তিনি। তবে এত কম বয়সে এত পরিমাণ জনপ্রিয়তা পাওয়ার পরেও মাটির কাছাকাছিই রয়েছেন অভিনেত্রী । বিভিন্ন সাক্ষাৎকার সহ প্রতিদিন মিঠাইয়ের সেটের বাইরে ভক্তদের কাছে তাঁর কথাবার্তা শুনেই সেটা বোঝা যায়।
পাশাপাশি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন তিনি। ছোট থেকেই খুব দুষ্টু ছিলেন সৌমিতৃষা। একবার মাকে লুকিয়ে বিড়াল ছানা বাড়িতে আনতে গিয়েও ধরা পড়ে গিয়েছিলেন তিনি। এমনকি ছোট বেলায় হঠাৎ হঠাৎ পড়ে যেতেন আর আঘাত লাগিয়ে বসতেন ।
প্রথম পারিশ্রমিক হাতে পেয়ে কী করেছিলেন সেটাও জানিয়েছেন মিঠাই ওরফে সৌমিতৃষা । বাবা, মা পরিবারের সদস্যদের জন্য উপহার কিনেছিলেন সৌমিতৃষা। নিজের জন্য কিছুই কেনেননি তিনি। এবং তিনি জানান, এখনো কিছু দরকার হলে বাবার কাছেই চেয়ে নেন তিনি।
এছাড়াও প্রেম প্রস্তাব কম পাননি সৌমিতৃষা। স্কুলে থাকতে চিরকুটে প্রেম নিবেদন পেয়েছিলেন অনেক। পরবর্তীকালে এক হবু চিকিৎসকের কাছ থেকেও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি নাকচ করেছেন সবাইকেই।