ত্রিকোণ প্রেমে আগ্রহী মিঠাই! প্রেমের গল্পে তৃতীয় ব্যাক্তির আগমনে আগ্রহ বাড়ে, বলে অকপট অভিনেত্রী

কথায় বলে টলিউড ইন্ডাস্ট্রির সহকর্মীরা নাকি একদমই বন্ধু হতে পারে না। সবটাই নাকি মেকি সম্পর্ক। যদিও ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু সে সব মানতে নারাজ। কারণ কাজের সূত্রেই তিনি নিজের প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে। ‘মিঠাই’-এর সেটেই আলাপ হয় তার প্রিয় বন্ধুর সাথে। যদিও পর্দায় তিনি সৌমিতৃষার পিসি শাশুড়ি । তবে শুটিং এর শেষে পরিচালকের ‘কাট’ বলতেই যতক্ষণ! তার পরেই শুরু হয়ে যায় দু’জনের খুনসুটি, আড্ডা, গল্প সবই। ‘মিঠাই’-এর প্রিয় বন্ধুটি আসলে কে? জানতে গেলে চোখ রাখতে হবে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।উল্লেখ্য অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় সৌমিতৃষার এখন সব চেয়ে কাছের বন্ধু। সে কথা তিনি বারবার অনুরাগীদের মনে করিয়ে দিয়েছেন । ব্যাক স্টেজের গ্রিন রুমে অর্পিতার অবসর যাপনের মুহূর্তকে লেন্সবন্দি করে লিখেছেন, ‘কাছের মানুষ। আমার ভরসার মানুষ’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হৃদয়ের ইমোজি।
সৌমিতৃষার বলেছেন, ‘অর্পিতাদি আমার সব চেয়ে কাছের মানুষ। যে কথাগুলো আমি কাউকে বলতে পারি না, সেগুলো ওকে অনায়াসে বলতে পারি। এতটাই ভরসা করি আমি ওকে। মাঝেধ্যে আমি ওকে মা বলে ডেকে ফেলি। কতটা কাছের মনে করলে এ রকম হয়!’কিছুদিন আগে ‘মিঠাই’-এর সেটের অভ্যন্তরীণ গন্ডগোল নিয়ে চর্চা ছিল তুঙ্গে। গুঞ্জন শোনা গিয়েছিল সৌমিতৃষার সঙ্গে সহকর্মী আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর নাকি মুখ দেখাদেখি নেই। সত্যিই কি ভেঙেছে তাঁদের বন্ধুত্ব? মুচকি হেসে সৌমিতৃষা উত্তর দেয়, ‘যে কোনও বিতর্কই আমার উপরে কোনও প্রভাব ফেলতে পারে না। কারণ আমি জানি আমি কী করছি।’
বিশেষ ভাবে উল্লেখ্য গুঞ্জন, কৌশাম্বির প্রেমে পড়েছেন আদৃত। অন্য দিকে, পর্দার নায়ককে নাকি মন দিয়ে বসেছেন সৌমিতৃষা। আর এই ত্রিকোণ প্রেমের জেরেই নাকি হয়েছে যাবতীয় ঝগড়ার সূত্রপাত। সৌমিতৃষা যদিও এ বিষয়ে বলেন, ‘দুটো মানুষ সম্পর্কে আছে না নেই, সেই চর্চার মধ্যে আমি কী ভাবে ঢুকছি। অনেকেই বলছেন, আদৃতের জন্মদিনে আমি ওকে উইশ করিনি। তার মানেই কোনও একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এত দিন ধরে তো সকলেই আমাদের বন্ধুত্ব দেখেছেন। খুব ভালো বন্ধুদের মধ্যে কি কখনও ঝগড়া হয় না?’অভিনেত্রী আরও বলেন, ‘আমরা তো অনেক সময় বন্ধুদেরও উইশ করতে ভুলে যাই, তার মানে কি বন্ধুত্বই শেষ?’খানিক ব্যঙ্গর সুরে তিনি আবার বললেন, ‘আমি এ সব নিয়ে কখনওই কিছু ভাবি না। এখনও বিতর্ক হচ্ছে সেটা নিয়েও ভাবছি না। আসলে পাঁঠার মাংস রাঁধার সময় বেশি মশলা দিলে যেমন স্বাদ বেশি হয়, ঠিক তেমনই দু’জনের প্রেমের গল্পে তৃতীয় ব্য়ক্তিকে টেনে আনলে মানুষের আগ্রহ বেড়ে যায়।’ বলা হচ্ছে এই প্রথম নয়। অতীতেও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী সৌমিতৃষার।