P B Chaki’s New Film : প্রেমেন্দুর নির্দেশে টলিউডের নতুন জুটি মিমি-সোমরাজ, আসছে ‘পলাশের বিয়ে’

টলিউডের নতুন জুটি মিমি-সোমরাজ। আসছে ‘পলাশের বিয়ে’ (P B Chaki’s New Film)। 

ব্যক্তিগত জীবন নিয়ে স্পিকটি নট মিমি। তবে অনস্ক্রিনে নতুন জোড়িদার খুঁজে নিলেন নায়িকা। বাংলা টেলিভিশনের জনপ্রিয় নাম সোমরাজ মাইতি। তাঁকে শেষ দেখা গিয়েছে জিওনকাঠি ধারাবাহিকে৷ একের পর এক ছবিতে কাজ করছেন ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘টেক্কা রাজা বাদশা’র মতো সিরিয়ালের নায়ক। আপাতত টেলিভিশন থেকে কিছুটা ব্রেক নিয়েছেন অভিনেতা। তবে নতুন কাজে নতুন রূপে তাঁকে ফিরে পেতে চায় তার অনুগামীরা। 

গত কয়েক বছর ধরেই খুব বেছে বেছে ছবি করার দিকে নজর দিয়েছেন মিমি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘মিনি’ এবং ‘খেলা যখন’ নামক দুই নারিকেন্দ্রিক ছবি। অন্যদিকে সোমরাজ ইতিমধ্যেই ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘আম্রপালী’র মতো ছবির শ্যুটিং শেষ করেছেন । 

আর এবার প্রেমেন্দু বিকাশ চাকীর নতুন পরিবেশনা ‘পলাশের বিয়ে’তে (P B Chaki’s New Film)। জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী ও সোমরাজ মাইতি। এক সংবাদমাধ্যমকে পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকি জানিয়েছেন, ‘একদম পারিবারিক গল্প (P B Chaki’s New Film) । হাসি-আনন্দে মোড়া। আধুনিক সময়ের গল্প’। পাশাপাশি আজকের যুগের এক সমস্যার কথাও উঠে আসবে ছবিতে (P B Chaki’s New Film)।, কিন্তু সেটি কী? তা এখনই ভাঙতে চান না পরিচালক। তিনি স্পষ্টই জানালেন, তাঁর ছবিতে কোনও ব্যক্তিকে ভিলেন হিসাবে তুলে ধরতে চান না তিনি, বরং কিছু ভাবনা থাকে। সেইসবকে সামলে কেমনভাবে জীবনের গল্প এগোয়, তাই তুলে ধরতে চান পরিচালক। এই ছবির ওয়ার্কিং টাইটেল ‘পলাশের বিয়ে’। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। তবে ছবিতে আর কী দেখানো হবে তা এখনও তিনি কিন্তু পরিচালক খোলসা করে বলেননি। তবে, তিনি এটাও বলেন, তাঁর ছবিতে তিনি কোন ভিলেন চরিত্রকে দেখাতে চায়নি।পরিচালক আগেও ‘হানিমুন’ ছবিটি পরিচালনা করেছিলেন। তবে, কেন তিনি  মিমিকে মূল চরিত্রে বেঁছে নিলেন? তিনি জানিয়েছেন, পারিবারিক ছবির ক্ষেত্রে যে সব মুখ থাকবেন তারা ভালো অভিনেতা-অভিনেত্রী হওয়াটা খুব জরুরি। তাছাড়া মিমির সঙ্গে কাজ করার আগে করার খুব ইচ্ছে ছিল। ‘ড্রাকুলা স্যার’ ছবিটি দেখার পর আমার ইচ্ছা আরও বেড়ে যায়। 

নতুন সিনেমায় নতুন জুটিকে দেখতে পাবেন অনুগামীরা। পরিচালক আসন্ন নতুন ছবি ‘পলাশের বিয়ে’ (P B Chaki’s New Film)।। আর সেখানেই দেখা মিলবে গল্পে অভিনেত্রী তথা সাংসদ ও অভিনেতা সোমরাজের। কেমন হবে নতুন ছবিটি (P B Chaki’s New Film), সেই দিকেই তাকিয়ে অনুগামীরা। ভালো কিছু পরিবেশনার আশায় বুক বাঁধছেন আপামর সিনেমাপ্রেমীরা। 

আরও পড়ুন পোল্যান্ডে ভারতীয়দের জন্য থাকা খাওয়ার ব্যাবস্থা, মানবিক গুজরাটি যুবক

আরও পড়ুন বাস্তবে ভিলেন ড্যানি ডেনজংপা ,তবে সঙ্গিনী হিসেবে পেয়েছেন নায়িকা স্বরূপ বউ




Leave a Reply

Back to top button