প্যান্ট খুলে খাটের উপর উদ্যম নাচ মীরের! পাঞ্জাবি সরিয়ে দেখালেন নিজের লোমশ থাই

 

সকলেরই পরিচিত জনপ্রিয় সঞ্চালক সাথে কমেডিয়ান হলেন মীর আফসার আলি। আরজে থেকে সঞ্চালক অন্যদিকে কমেডিয়ান থেকে অভিনেতা তাঁর একাধিক দিকে একাধিক ভাবে পরিচিতি রয়েছে। টিভির পর্দার পাশাপাশি বিভিন্ন সোস্যাল মিডিয়া তেও বেশ জনপ্রিয় তিনি। সবসময়ই রসিকতা করতে থাকেন। সাথে কথার মাধ্যমে সকলের মন জয় করেন ফেলেন মীর।

img 20220614 225025

উল্লেখ্য সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন মীর। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে নীল রঙের পাঞ্জাবি পরে খাটের উপর উঠে নাচছে মীর। বাংলার নায়িকাদের মতনই অঙ্গভঙ্গি তার। সঙ্গে গাইছেন ‘ক্ষতি কি একটু আরও কাছে এলে, আজ রাতে এই খাটে, টুকটুক’। এ দিকে পাঞ্জাবি পড়লেও, নেই পাজামা । ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় নায়িকাদের দেখে দেখে শিখেছি। খারাপ বললে দুঃখ পাবো কিন্তু।’

পাজামা না পরেই খাটের উপরে দাঁড়িয়ে তাঁর বিখ্যাত এই ‘আইটেম ডান্স’ দেখে হেসে কুটোপাটি খাচ্ছেন নেটিজেনের একাংশ। শহরের এক পাঁচতারা হোটেলে শ্যুটিং সেরে রুমে ফিরেই এই ভিডিও করেছেন তিনি। অনেক্ষন এর শ্যুটিং যে বড্ড একঘেয়ে। তাই একঘেয়েমি কাটাতে তিনি এই নৃত্য করেছেন। মীরের এই ‘আইটেম ডান্স’ দেখে নেটিজেনের একাংশ বলেছেন ‘সেক্সি’ । নিজের সোশ্যাল হ্যান্ডেলে মীর এই ভিডিয়ো শেয়ার করতেই হু হু করে ভাইরাল হচ্ছে সেই রিল।

বিশেষ ভাবে উল্লেখ্য রেডিয়োর পর ডিডি বাংলা চ্যানেলের নিউজ প্রোগ্রাম ‘খাস খবর’-এর মাধ্যমে প্রথম টেলিভিশনে পা রাখা মীদের। তারপর ‘হাউ মাউ খাউ’, ‘বেটা বেটির ব্যাটল’, ‘মীরাক্কেল’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনার পদে বড় জায়গা করে নেন নিজের।

 




Leave a Reply

Back to top button