একেবারে কথা বন্ধ মিঠাই আর উচ্ছেবাবুর! নেপথ্যে কি তৃতীয় ব্যক্তি নাকি অন্য কিছু ?

 

অনীশ দে, কলকাতা: সম্প্রতি ৫০০ পর্ব পূরণ করল মিঠাই। আগের বছর ৪ঠা জানুয়ারি জি বাংলায় শুরু হয় এই ধারাবাহিক। এক যৌথ পরিবারের গল্প বলে মিঠাই। শহরে মিষ্টির ব্যবসা মোদক পরিবারের আর সেখানে এসে উপস্থিত হয় মিঠাই। আর সেই নিয়েই এগোতে থাকে ধারাবাহিকের চিত্রনাট্য। তবে সম্প্রতি সামনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মিঠাই ও উচ্ছে-বাবুর কথা বন্ধ কিন্তু তা ক্যামেরার সামনে নয় পিছনে।

বিগত কয়েকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে কথা বন্ধ সৌমিতৃষা (Soumitrisha) এবং আদৃতের (Adrit)। কারণ মিঠাইয়ের জন্মদিন কেক কেটে উদযাপন করেছিল আদৃত। শুধু আদৃত নয় মিঠাই পরিবারের সকলে উদযাপন করেছিলেন সৌমিতৃষার (Soumitrisha) জন্মদিন। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি আর রিল শেয়ার পর্যন্ত করে মিঠাই রানী। কিন্তু আদৃতের জন্মদিনে দৃশ্য পুরোপুরি উল্টে যায়। শোনা যাচ্ছে উচ্ছেবাবুর জন্মদিনে শুভেচ্ছা জানাননি সৌমিতৃষা (Soumitrisha)। এই ঘটনায় সকলে অবাক। প্রশ্ন উঠছে, তবে কি কোনও তৃতীয় ব্যক্তির যোগসাজশে দুজনের সম্পর্কে চিড় ধরেছে?

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

শুটিং ফ্লোরে একে অপরের সাথে কথা বলছেন না মিঠাই রানী এবং উচ্ছেবাবু। আদৃত কে কি পুরোপুরি এড়িয়ে চলছেন মিঠাই? প্রশ্ন তুলছেন মিঠাই ভক্তরা। খুব সহজে যে এই বিষয় ধামাচাপা পরবে না তা সবাই জানে। আদৃত এখনও এই বিষয়ে মন্তব্য না করলেও মিঠাই মুখ খুলেছেন। তিনি জানান, ‘যদি কথা বন্ধ হয়েও থাকে তাতে কি দর্শকদের সিরিয়াল দেখতে কোনরকম অসুবিধা হচ্ছে? আশা করি না। আমাদের যেমন কর্মজীবন রয়েছে তেমনই রয়েছে ব্যক্তিগত জীবন এবং দুটি সম্পূর্ণ আলাদা’।

এর পাশাপাশি মন খারাপের খবরেও আমল দেননি সৌমিতৃষা। তিনি আরও জানিয়েছেন, ‘আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি । এখন যদি মুখটা যদি একটু অন্যরকম করে বসে থাকি তাহলেই তো সবাই ভাবে আমার মন খারাপ। তবে সেটে মন খারাপ হওয়ার অবকাশ নেই কারণ আমার সঙ্গে সকলেরই সম্পর্ক ভাল।’ দুজনের সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে তিনি জানান, ‘ আমার থেকে অনেকটাই বড়। তবে এখন আমরা ভাল বন্ধু।কাজ ছাড়াও সবসময় আমরা খুনসুটি করি, এ ওর পিছনে লাগি। তবে এবার এই বিষয়টা বন্ধ হওয়া উচিত।’

বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন সৌমিতৃষা। অভিনেত্রী জানান, ‘আমরা খুবই ঝগড়া করি। আর ঝগড়া হলে মান ও অভিমান তো হতেই পারে। তবে তার মানে কথা হবে না এমনটা হয়, ঝগড়া হলেও তা আবার মিটে যায়।’ সৌমিতৃষার ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে বরাবরই কৌতূহল প্রকাশ করেছেন দর্শক। তবে কি সম্পর্কে রয়েছেন সৌমিতৃষা? কবেই বা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে? কবে এই সমস্ত প্রশ্নের উত্তর মেলে এখন তাই দেখার অপেক্ষা।

mithai 4




Leave a Reply

Back to top button