“যত সব পাগল”, মিঠাই ভক্তদের নিয়ে ক্ষোভ ফুঁসে ট্রোল হয়ে গেলেন কৌশাম্বীর বাবা

সম্প্রতি সিদ্ধার্থের উপর বেজায় রেগে রয়েছে মিঠাইয়ের একদল মহিলা ভক্তেরা। বিভিন্ন ফ্যান পেজ গুলিতে চোখ বোলালে তার প্রমাণ রয়েছে সর্বত্রই। ভক্তদের রাগের প্রতিক্রিয়া ধরা পড়েছে গত কয়েকদিনে ফ্যান পেগুলোতে। সিদ্ধার্থ মোদকের বরাবরই ‘বদমেজাজি’ স্বভাব। তার অভ্যাস অফিস থেকে ফিরে অকারণেই বউয়ের উপর চেঁচামেচি করা । তাও ছোট জা-এর সামনে চলছে এসব; নাকি এইসব দেখিয়ে পুরুষতান্ত্রিকতাতে আরও বেশি করে উস্কে ও প্রশয় দিচ্ছেন ‘মিঠাই’ নির্মাতারা। এই অভিযোগের ভিত্তিতেই আওয়াজ তোলেন ‘মিঠাই’ ভক্তরা। এবং এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমে রীতিমত লেখালেখিও হয়েছে। আর সেই নিয়েই ‘আপত্তি’ দেখালেন অভিনেতা আদৃত রায়ের প্রিয় বন্ধু কৌশাম্বির বাবা।

img 20220614 001032

রীতিমত মেজাজ হারিয়ে কৌশাম্বির বাবা কৌস্তভ রায় মিঠাই ভক্তদের বলেছেন ‘পাগল’ । সেই নিয়ে হইচই শুরু হয় সারা সোশ্যাল মিডিয়া জুড়ে । শুরু হয় পাল্টা ট্রোল। কৌশাম্বি ও তাঁর বাবাকে পালটা ট্রোল করে সৌমিতৃষার ভক্তরা। এরই মধ্যে কৌস্তভ চক্রবর্তী ফেসবুক পোস্টে নিজের অসহায়তার কথা স্পষ্ট করেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানান, শনিবার সন্ধ্যায় তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। এবং তারপর ওই প্রোফাইল থেকে বেশ কিছু উল্টোপাল্টা মন্তব্য করা হয়েছে একাধিক পোস্টগুলিতে।

বিশেষ উল্লেখ্য কৌস্তববাবুর কথায় তাঁর নাম বদনাম করতেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ। এর জেরে উচিত ব্যবস্থাও গ্রহণ করছেন । এমনটাও বলেছেন তিনি। যদিও অনেকেই তা মানতে নারাজ। মিথ্যে বলছেন তিনি অনেক নেটিজেনরাও বলছেন।

 




Leave a Reply

Back to top button