মন ভাঙল দর্শকদের! মিঠাই পরিবার থেকে বাদ গেল এই জনপ্রিয় অভিনেত্রী

ধারা চরিত্রটা বেশ কয়েকদিন ধরেই মিসিং মিঠাই সিরিয়ালে। কেন অর্কজাকে দেখা যাচ্ছে না এই জনপ্রিয় ধারাবাহিকে? সেই প্রশ্ন অনেক মিঠাই ফ্যানের মনেই ভিড় করেছিল। এবার নিজেই সব সত্যিটা জানিয়ে দিলেন অর্কজা। তিনি জানালেন, আর কখনও মিঠাইতে দেখা যাবে না তাঁকে।বাংলা টেলিভিশনের এখন জনপ্রিয় মুখ হয়ে উঠেছে অভিনেত্রী অর্কজা আচার্য। যিনি এ বছর জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ আইপিএস অফিসার হিসাবে ধারার চরিত্রে অভিনয় করছেন। এর আগেও ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অর্কজা। কিন্তু মিঠাই ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।কিন্তু জানা যাচ্ছে এক প্রকার বাধ্য হয়েই এই সিরিয়াল ছেড়েছেন অর্কজা। রুদ্রর লাভ ইন্টারেস্ট হয়ে যদিও গল্পে এন্ট্রি নিয়েছিলেন ধারা ওরফে অর্কজা। এবং নিপা স্বভাবতই ধারাকে দেখে তেলে বেগুণে জ্বলে উঠত। রাজীব কুমারের বোন মোদক বাড়ির সবার মন জিতে নিয়েছিল। এমনকি রুদ্র নিজেও মনের কথা বলেছিল ধারাকে। তবে সকলকে একপ্রকারের চমকে দিয়ে ধারা রুদ্রর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেয়। জানায়, সে অন্য কাউকে কথা দিয়ে ফেলেছে। 

img 20220606 102302 723

বিশেষ ভাবে উল্লেখ্য ‘ওগো নিরুপমা’র পর আবারও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দেখে অর্কজা। একটি নতুন ধারাবাহিকে নায়িকা হিসাবে সুযোগ পেয়েছেন তিনি। যদিও গত কয়েকদিন ধরেই জোর চর্চায় মিঠাই ধারাবাহিক।আদৃত-কৌশাম্বী-সৌমিতৃষার সম্পর্কের টানাপোড়েন হোক কিংবা টিআরপি তালিকায় প্রথম সবেতেই সংবাদ শিরোনামে রয়েছে মিঠাই। এর মাঝেই জানা গেল মিঠাই সিরিয়ালে আর দেখা যাবে না বসুন্ধরাকে, যাঁকে ধারা নামেই সবাই চেনে।থিয়েটারের পরিচিত মুখ অর্কজা, ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের সঙ্গে ছোট পর্দায় পদাপর্ণ তাঁর।  ইতিমধ্যেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। 

অর্কজা এই বিষয়ে একটি সাক্ষাৎকারে জানালেন, “গত বৃহস্পতিবার থেকে আমি শ্যুটিং শুরু করেছি। স্ক্রিপ্ট ঠিক কোন দিকে এগোবে, তা এখনও বুঝতে পারছি না। যে কয়েকদিন শ্যুট হয়েছে, ভাল ব্যাপারই হয়েছে। এখানে সবাই খুবই ভাল। অদ্রিজার সঙ্গে ইতিমধ্যে খুব মজা করে শ্যুট করেছি আউটডোরে।” 

নিরুপমা, বসুন্ধরা বা অনুষ্কার সঙ্গে অর্কজার মিল কতটা? এই প্রশ্নে অভিনেত্রী জানান, “কিছুটা অর্কজা বসুন্ধরাতেও আছে, আবার কিছুটা অর্কজা অনুষ্কাতেও আছে। বসুন্ধরা যেমন খুবই কঠোর, শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ, অর্কজা মাঝে মাঝে সেটা। আবার উল্টো দিকে অনুষ্কা খুব মজা করতে ভালোবাসে, অর্কজা মাঝে মধ্যে সেরকম। তবে নিরুপমা খুবই ভাল একটা মেয়ে ছিল, যে অন্যায়ের প্রতিবাদ করত, অর্কজা কিছুটা সেরকম। তবে নিরুপমা চরিত্রটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল।”




Leave a Reply

Back to top button