রুপে সেক্সি ও লাস্যময়ী ‘ফাটাকেস্টো’র বৌমা, মিঠুনের পুত্রবধূর ছবি প্রকাশ্যে আসতেই তাজ্জব নেটবাসী

প্রিয়া ধর, কলকাতাঃ বলিউডের নামজাদা অভিনেতা তথা সুপারহিরো মিঠুন চক্রবর্তীকে ( Veteran actor Mithun Chakraborty ) কে না চেনে। বলিউডের ডিস্কু ডান্সার আর ফাটাকেষ্ট বললেই তাকে মানুষ বেশি চেনে। আট থেকে আশি সব বয়সের মধ্যেই তাকে নিয়ে রয়েছে তুমুল উত্তেজনা। নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন বাংলার মিঠুন দা। নায়ক মিঠুন চক্রবর্তীকে আমরা জানলেও আমরা অনেকেই হয়ত তার পুত্রবধু সম্পর্কে অবগত নই। আজ জানব তার কথা।

আরও পড়ুন………বেঁচে থাকলে তবে তো গান গাইব! আধুনিক গানের অবলুপ্তি নিয়ে চিন্তায় লোপা মুদ্রা

মিঠুনের এক ছেলের মিমো ২০১৮ সালে মাদালসা অঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাদালসার ( daughter-in-law of Mithun Chakraborty ) সম্পর্কে যারা জানেন না তারা এই সুন্দরী ও সেক্সি নারী সম্পর্কে জানার পর অবাক হবে। তিনি আদতে তেমন বড় মাপের কোনও সেলিব্রেটি নন। তবে ছোট বয়স থেকেই তিনি অভিনয়ের তালিম নেন। অভিনয় জগতে হাতেখড়িও দেন মাদালসা। মাদালসা প্রথম অভিনয় করেন ২০০৯ সালে তেলেগু সিনেমায়। এছাড়াও কন্নড় ও হিন্দি সিনেমায়ও তিনি চুটিয়ে অভিনয় করেছেন।

 daughter-in-law of Mithun Chakraborty
daughter-in-law of Mithun Chakraborty

মিমোর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন মাদালসা। মাদালসা ছোট থেকেই এমন পরিবারে বেড়ে উঠেছে যেখানে সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। তক্র বাবাও ছিলেন বিখ্যাত পরিচালক। যিনি বেশ কিছু ছোট ছোট তথ্যচিত্র নির্মাণ করেছেন। মাদালসা তার বাবার তৈরি শর্ট ফিল্মেও বেশ কয়েকবার কাজ করেছেন।

 daughter-in-law of Mithun Chakraborty
daughter-in-law of Mithun Chakraborty

আরও পড়ুন……………টলিউড থেকে সাউথে পাড়ি, নতুন ভাষা রপ্ত করতে ব্যাস্ত মধুমিতা

বলা বাহুল্য যে লাস্যময়ী ও আবেদনময়ী মাদালসা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়শই সামাজিক মাধ্যমে তিনি নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন। সামাজিক মাধ্যমে তার বেশ ভালোই ফ্যান ফলোয়ার রয়েছে। বর্তমানে মাদালসা ছোট পর্দায় চুটিয়ে কাজ করে যাচ্ছেন।

 daughter-in-law of Mithun Chakraborty
daughter-in-law of Mithun Chakraborty

শ্বশুরমশাই মিঠুন চক্রবর্তীর সাথে ভবিষ্যতে বড় পর্দায়ও কাজ করতে ইচ্ছুক মাদালসা। সব কিছু ঠিক থাকলে তিনি খুব তাড়াতাড়ি বড় পর্দাতেও নিজের রুপ ও গুনের মাধুর্য ফুটিয়ে তুলতে পারেন।




Leave a Reply

Back to top button