“অভিশাপের জেরেই মৃত্যু”, রূপঙ্করের মন্তব্য ঘিরে রাগে ফুঁসছে নেটদুনিয়া

জয়িতা চৌধুরী, কলকাতা: গতকাল কেকের ( KK ) কনসার্ট ( KK concert in Kolkata ) নিয়ে শহরে উত্তেজনা ছিলো তুঙ্গে। এক মাস আগে থেকেই পাসের হাহাকার ছিল চোখে পড়ার মতন। তবে কাল বলিউডের এই বিখ্যাত কিংবদন্তিকে নিয়ে ফেসবুক লাইভে মুখ খুলেছিলেন রূপঙ্কর বাগচী ( Rupankar Bagchi )। বাংলার ‘সো কলড’ গানপ্রেমিরা কেণ বাংলা ছেড়ে হিন্দি গান বা গায়কদের নিয়ে মাতামাতি করেন সেই প্রসঙ্গে নিজের ক্ষোভ উগড়ে তিনি। আর তার এই মন্তব্যের প্রেক্ষিতে নেট মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
ঠিক কি বলেছিলেন রূপঙ্কর? “আজ শো করতে KK কলকাতায় এসেছিলেন। ওয়ান অ্যান্ড ওনলি KK। এই শো নিয়ে তুমুল উত্তেজনা। তাঁর কনসার্টের কিছু লাইভ ভিডিয়ো দেখছিলাম। তিনি ‘ওয়ান্ডারফুল’ গায়ক। কিন্তু, আমার মনে হল সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিয়ো আমার রয়েছে, সোমলতা, ইমন মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমের রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম আমরা KK-র থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো!”
তবে এখানেই শেষ নয়, রূপঙ্কর ( Rupankar Bagchi facebook live ) আরো বলেন, “KK- KK-KK, কে হু ইজ কে! আমরা যে কোনও কের থেকে ভালো গায়। আমি যে গায়কদের নাম নিলাম তাঁরা KK-র থেকে অনেক ভালো। বম্বের শিল্পীদের নিয়ে কেন এত উত্তেজনা! ওডিশা, পঞ্জাব, দক্ষিণের ইন্ডাস্ট্রির থেকে শিখুন। বাঙালি হোন ভাই, বোন, মাসি, পিসি, প্রেমিকা, প্রেমিক- বাঙালি হোন প্লিজ।”
রূপঙ্কর যখন নিজের ক্ষোভ উগরে দিতে ব্যস্ত, অপরদিকে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুনাথ। তারপরেই নেটিজেনদের চাঁচাছোলা আক্রমণের মুখে পড়েছেন রূপঙ্কর। নেটিজেনদের একাংশ মনে করেন অবসাদগ্রস্ত ও ঈর্ষাণ্বিত হয়ে ফেসবুক লাইভে ‘ভুল’ বকেছিলেন রূপঙ্কর।আবার অনেকেই দাবি করেছেন রূপঙ্করের ‘অভিশাপেই’ মৃত্যু হয়েছে কেকে-র। পাড়ার কাকিমাদের সাথেও তুলনা করতে ছাড়েননি অনেক নেটিজেন। সাথে শেয়ার করেছেন নানান মজার ছবি।
রুপঙ্করের ভিডিওর কমেন্ট সেকশনে এক নেটপাড়ার বাসিন্দা বলেছেন,”এই হয়েছে নতুন ট্রেন্ড… এ বলছে আমাকে কেন শোতে ডাকল না, ও বলছে আমার গানে অডিয়েন্স কেন অমুক গায়কের মতো সাড়া দেয় না।” কেউ আবার রুপঙ্করেরই এক কনসার্টের ভিডিও পোস্ট করে লিখেছেন, “বিশ্বাস করো দাদা আমিও উত্তেজনা দেখাতে চাই। কিন্তু তারপরে ফাংশনে গিয়ে যখন তুমি MIO AMORE গাও, তখন বুঝতে পারি না কিভাবে উত্তেজনাটা দেখাবো।”তবে টলি-বলি সংঘাত আজকের বিষয় নয়। রুপঙ্করের মন্ত্যব্যটি শুধুমাত্র একটি মন্তব্যই থেকে যেতে পারতো, কিন্ত কেকের মৃত্যু বদলে দিল সবটা।