সামন্তার মতই একেবারে লাস্যময়ী, ‘সামি সামি’ গানে তুমুল নাচলেন রচনা

প্রিয়া ধর, কলকাতাঃ বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ১’ ( the non-fiction show ‘Didi No. 1’ )। এককথায় বাংলায় এর আগে এরকম হুল্লোড়ে ও দীর্ঘদিনে টিআরপিতে টিকে থাকা শো খুব কম হয়েছে। আর এই জনপ্রিয় রিয়েলিটি শো’টি দীর্ঘসময় ধরে সঞ্চালনা করে আসছেন বাংলার জনপ্রিয় ও লাস্যময়ী অভিনেত্রী রচনা ব্যানার্জী ( Rachana Banerjee )।

এই রিয়েলিটি শো’র হাত ধরেই একসময়ের এই জনপ্রিয় নায়িকা যেন বাঙ্গালীর ঘরের মেয়ে হয়ে উঠেছে। রোজ বিকেল ৫.৩০ শুরু হয়ে রচনা দিদির এই শো। দিদিদের নিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি মা বোনেদের অনেক প্রিয়। নানা রকম খেলা ও আড্ডার মাধ্যমে জমজমাট হয়ে ওঠে এই শো’টি। রচনার উপস্থাপনা এই অনুষ্ঠানের মূল ইউএসপি পয়েন্ট।

rachana banerjee

আরও পড়ুন……………গোপনে বিয়ে সেরেছেন শ্রুতি স্বর্ণেন্দু!ফাঁস হতেই লজ্জায় লাল শ্রুতি

টলিউডের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা হাজির হন এই মঞ্চে। সম্প্রতি হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা। সায়ন্তনী ইন্দ্রনীল থেকে শুরু করে টেলি জগতের একঝাঁক তারকা। এখানেই জমজমাট নাচের অনুষ্ঠান জমান তারকারা। সায়ন্তনী ইন্দ্রনীলের অনরোধে নেচে ওঠেন অভিনেত্রী রচনা।

আরও পড়ুন……………ঠোঁটে ঠোঁট রেখে চরম নোংরামো, অশ্লীলতার আসর জমিয়েছে ‘ইস্মার্ট জোড়ি’

তাও আবার সাউথের গান ‘সামি সামি’ গানে কোমর দোলান অভিনেত্রী রচনা। রচনার নিখুঁত নিতম্ভের দোলনে নেচে ওঠেন সকলে। বয়সের তোয়াক্কা না করেই একেবারে অষ্টাদশী মেয়ের মত মনের আনন্দে সামি সামি গানের হুক আপ স্টেপ দেন অভিনেত্রী। অভিনেত্রীকে এমন খোশ মেজাজে দেখে আনন্দিত অনুরাগীরা।

 

আরও পড়ুন………………মুক্তির আগেই বাজিমাত KGF 2, ট্রেলারে লাস্যময়ী শ্রীনিধির জ্বরে কাবু নেটনাগরিকেরা

উল্লেখ্য বাংলার এই জনপ্রিয় শো’র হাত ধরেই রোজ উঠে আসে দিদিদের সংগ্রামের কথা। জীবনযুদ্ধে জয়ী নারীদের জন্য এটি একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তাই দেখতে ভুলবেন না সারে পাঁচটায় দিদি নং ১।




Leave a Reply

Back to top button