“শুটিংয়ের মাঝে নাক ডেকে ঘুমাতো ঋতুপর্ণা”, সর্বসম্মুখে অভিনেত্রী গোপন অভ্যাস ফাঁস করলেন প্রসেনজিৎ

ভারতের টলিউড ইন্ডাস্ট্রি তথা বাংলা সিনেমার সকলের প্রিয় শিল্পী হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আলাদা আলাদা ধারার যেমন জনপ্রিয় সিনেমা যেমন উপহার দিয়েছেন দুজনেই, তেমনি জুটি বেঁধে একসাথে পেয়েছেন সিনেমা করে বহুল সম্মান।
উল্লেখ্য প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত যেমন ব্লক বাস্টার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো সিনেমা সকলকে উপহার তেমনি আছে ‘উৎসব’-এর মতো অন্যধারার সিনেমাও। এক সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্তু মাঝে হঠাৎ আলাদা হয়ে যায় তারা। বহু বছর একসঙ্গে অভিনয়ও করেননি । এখন আবার জুটি বেঁধে ফিরলেন‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে। যা হল সুপার ডুপার হিট। দীর্ঘ ১৪ বছরের মন কষাকষি ভুলে আবার শুরু হয় তাদের বন্ধুত্ব।এখন একে অপরের খুবই ভাল বন্ধু তাঁরা।
বিশেষ ভাবে উল্লেখ্য নায়ক জিৎ সঞ্চালিত রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ অনুষ্ঠানের বিশেষ পর্বে দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। যেখানে টুকরো কিছু পর্বে দেখা যাচ্ছে ঋতুপর্ণাকে নিয়ে মজার কিছু তথ্য ফাঁস করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ বলেন, ‘রোমান্টিক নাচের দৃশ্যের শুটিং চলছিল। ঋতুপর্ণার আমার পায়ের কাছে বসার কথা ছিল। কিন্তু আচমকাই শুনতে পারি ঋতুপর্ণা নাক ডাকছে; বুঝতে পারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ও।’আগামী শনিবার স্টার জলসায় দেখা যাবে বিশেষ পর্ব। দেখা যাচ্ছে প্রসেনজিতের এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান ঋতুপর্ণা সেন। মজার ছলে প্রসেনজিতকে মেরেও দেন তিনি একবার। দুজনের এই কীর্তি দেখে সঞ্চালক সহ সেটের কেউ-ই হাসি চেপে রাখতে পারেননি।