হাজরা পার্কে অষ্টমীর অঞ্জলি দিতে দেখা মিলল প্রসেনজিতের

অষ্টমীর অঞ্জলী সারলেন হাজরা পার্কে। মন্ত্রোচ্চারণ ও সকলের সাথে মিলে একসাথে দাঁড়িয়ে অঞ্জলী সেরে দিনের শুরু করলেন প্রসেনজিত।

এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালির সবচেয়ে বড় উৎসবে সকলে আত্নহারা। ফুড স্টলে খাও দাওয়া , মেলায় একটু ঘিরে নেওয়া প্যান্ডেলে প্যান্ডেলে দুর্দান্ত সব থিমকে উপভোগ করা আর সাথে রয়েছে দুর্গা প্রতিমা দর্শন । তবে সাধারণ মানুষের থেকে এই সবকিছুর আনন্দ নিতে বাধ্য পারেননি অভিনেতারাও। পুজো মানেই সকলের কাজ থেকে এই কটা দিন একটু হাফ ছেড়ে বাঁচা। তেমন তাই চালিয়ে যাচ্ছে গোটা কলকাতা শহর । সেই অভিনেতাদের মধ্যে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় জানালেন যে , এখন কোনো কাজ নয় , এখন শুধু চলবে প্যান্ডেল হপিং, ভোগ খাওয়া, অঞ্জলী দেওয়া । মানে পূর পুজোতে তিনিও কলকাতাতেই থেকে কাটাতে চান। আর তার হলো যা বলেছিলেন সেটাই ঘটলো।

কাল ছিল মহাঅষ্টমী। এদিন তাকে দেখা গেলো হাজরা পার্ক দুর্গোৎসব কমিটিতে সকলের সাথে দাঁড়িয়ে মন্ত্রচারণ করে অঞ্জলী দিতে । বুম্বা’দার সঙ্গে দেখা গেল রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি সায়নদেব চট্টোপাধ্যায়কেও।কলকাতা,প্রসেনজিত চট্টোপাধ্যায়,অষ্টমী,অঞ্জলী

এখনকার প্যান্ডেলের এবারের থিমের নাম , ‘তিন চাকার গল্প’। তাই সেই থিমকে ফুটিয়ে তুলতে প্যান্ডেলে উপস্থিত ছিলেন অটো আর সেই অটোতে বসে একটু অটোওয়ালার সিটে বসে সাজলেন অটোওয়ালা।কলকাতা,প্রসেনজিত চট্টোপাধ্যায়,অষ্টমী,অঞ্জলী

এর আগেও তিনি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার পুজোর কেনাকাটার বিষয় নিয়ে। যে ‘আমার কাছে পুজোয় উপহার পাওয়ার থেকে দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের সকলের পুজোর উপহার গত ১০-১৪ বছর ধরে আমি নিজেই কিনি। কাউকে দিয়ে কিনিয়ে নেওয়া, এটা আমার পছন্দ নয়। সকলের জন্য নিজের হাতে কিনি। সে আমার পিসির (যিনি চলে গেলেন) শাড়ি হোক বা আমার বাড়ির দরজা যিনি খুলে দেন তাঁর জামা, সকলের উপহার নিজে কিনি। আমার একটা ঘর শুধু প্লাস্টিকে প্লাস্টিকে ভরে যায়।’

এর পাশাপাশিও এই পুজোতেই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ দশম অবতার ‘ যেখানে বুম্বাদাকে দেখা গেছে পুলিশ আধিকারিক প্রবীর রায় চৌধুরীর চরিত্রে । তার সাথে দেখা গেছে তার সহকর্মী রূপে ইন্সপেক্টর বিজয় পোদ্দারের ভূমিকায় অনির্বাণ চট্টোপাধ্যায়।ছবিতে খলনায়ক চরিত্রে দেখা মিলবে যীশু সেনগুপ্তের ও বিশেষ চরিত্রে জয়া আহসানকে।কলকাতা,প্রসেনজিত চট্টোপাধ্যায়,অষ্টমী,অঞ্জলী




Leave a Reply

Back to top button