ফিরছে দর্শকদের প্রিয় জুটি! পুরানো স্মৃতি উস্কে ছোট পর্দায় আসছে প্রসেনজিৎ-রচনা সুপারহিট জুটি

টলিউড তথা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সর্বকালের অন্যতম হিট জুটি হলেন প্রসেনজিৎ- রচনা । বলাই বাহুল্য দৃষ্টিকোণ সিনেমার পর বছরের পর বছর তাদের একসাথে আর কোনো কাজ করতে দেখা যায়নি। যদিও ঘনিষ্ঠ মহল জানাচ্ছেন  আবার ফিরছেন এই জুটি একসঙ্গে। যদিও এবার ছোট পর্দায় কাজ করবেন তারা! পাশাপাশি সোমবার জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে বিকেলে লাইভে আসেন দুজনেই। এবং তারা একসঙ্গে এই কথা জানালেন  যে রচনা-প্রসেনজিৎ জুটি এবার ফিরছে শীঘ্রই।

img 20220608 101940 930

বিশেষ ভাবে উল্লেখ্য  আগামী ১৭জুন বাবা মেয়ের গল্পকে ঘিরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে সকলের মাঝে বহু চর্চিত সিনেমা ‘আয় খুকু আয়’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। ছবি বিশেষ মুক্তির আগে তার প্রোমোশন করার জন্য দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হন তার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘আয় খুকু আয়’ এর শুটিং শুটিং চলছে সোমবার থেকেই। তারই অবসরে জি বাংলার সেট থেকে সরাসরি লাইভে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় একসাথে। পাশাপাশি জানা গিয়েছে আগামী ১৪জুন বাবা-মেয়েদের জুটি নিয়ে দিদি নাম্বার ওয়ানে অনুষ্ঠিত হবে বিশেষ পর্ব। আর সেখানেই দেখা মিলবে গোটা ‘আয় খুকু আয়’ টিমের।

লাইভে কিছু পার্সোনাল কথাও তারা শেয়ার করে জানান তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের উদযাপনও চলছে কাজের ফাঁকে।  এছাড়াও দিদি নাম্বার ওয়ানের এই বিশেষ পর্বে বিশেষ চমক হিসেবে থাকছে প্রসেনজিৎ-এর সিনেমার গানে রচনা-প্রসেনজিৎ জুটির নাচ। তাই আশা করা যাচ্ছে ১৪ই জুনের দিদি নাম্বার ওয়ানের বিশেষ এপিসোডের অপেক্ষায় রয়েছেন গোটা জি বাংলার ভক্তরা।

 




Leave a Reply

Back to top button